খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন | Khejur gache hari bandho mon | Key Lyrics

খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন
Khejur gache hari bandho mon
ভবা পাগলার গান

 

খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন

 
খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন
খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন,
ও নইলে রস গড়িয়ে,
নইলে রস গড়িয়ে গোড়া পচে 
অকালে হবে মরণ, 
খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন
খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন। 
 
মাটির একখান হাঁড়ি নিয়ে 
রশ্মি দিয়ে বেঁধে তারে,
মাটির একখান হাঁড়ি নিয়ে 
রশ্মি দিয়ে বেঁধে তারে,
উপরে করো তারে ঝুলন ঝুলন,
খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন
খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন। 
 
ও গাছে জোয়ার আসিলে 
ও গাছ কাটো কুশলে,
গাছের জোয়ার আসিলে 
ও গাছ কাটো কুশলে,
কোনার দড়ি ছিঁড়ে যেন পড়োনা তলে
পড়োনা তলে, মন রে পড়োনা তলে,
নইলে তলে পড়ে তোমার দেখি 
অকালে হবে মরণ,
খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন
খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন। 
 
সুরসিক গাছি যারা 
গাছের উপর ওঠে তারা,
সুরসিক গেছি যারা 
গাছের উপর ওঠে তারা,
গাছের উপর বসে তারা 
করে রস আস্বাদন,
খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন
খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন। 
 
অরসিক গাছি যারা 
গাছের উপর উঠে তারা,
অরসিক গাছি যারা 
গাছের উপর উঠে তারা,
আর কোনার দড়ি ছিঁড়ে তাদের 
অকালে হবে মরণ,
খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন
খেজুর গাছে হাঁড়ি বাঁধো মন। 
 

Khejur gache hari bandho mon

 

 

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *