মানুষ হয়ে তালাশ করলে মানুষ পাওয়া যায়
Manush Hoye Talash Korle Manush Paua Jay
মানুষ হয়ে তালাশ করলে
মানুষ পাওয়া যায়
নইলে মানুষ মিলে না রে
বিফলে জনম যায়।।
মানুষের ভক্ত যারা
আত্মসুখ বোঝে না তারা
দমের ঘরে দেয় পাহারা
মনমানুষ ধরবার আশায়।।
যে মানুষ পরশরতন
সেই মানুষ গোপনের গোপন
দেয় না ধরা থাকতে জীবন,
পথে গেলে পথ ভোলায়।।
মানুষে মানুষ আছে
পাপীতাপী সবার কাছে
ফাঁদ পেতে চাঁদ যে ধরেছে
চাঁদ দেখে সে অমাবস্যায়।।
মানুষ আছে বিশ্বজোড়া
সহজে সে দেয় না ধরা
আবদুল করিম বুদ্ধি হারা
ঘর থুইয়া বাইরে ঘুরায়।।