কথায় কথায় পরকে বলি ‘অল্প বিদ্যা ভয়ংকরী
Kothai kothai porke boli, ‘Olpo bidya bhoyongkori
Kothai kothai porke boli, ‘Olpo bidya bhoyongkori
কথা ও সুর: সচঁল পাগল সুজন
দু চার পাতা কিতাব পড়ে
ভাব মারি খুব অহংকারী
কথায় কথায় পরকে বলি
অল্প বিদ্যা ভয়ংকরী।।
বাপ দাদারই ধর্ম পাইয়া
কেমনে গেলাম ধার্মিক হইয়া
আগা গোড়া না বুঝিয়া
শোনা কথায় ফাল মারি।।
দেখা দেখি চলা ফেরা
পরের চলায় ঠুনকো ধরা
ধরাকে জ্ঞান করি সরা
ভাব খানা খুব আহামরী।।
কালাম বানীর প্রতি পাতায়
গাঁথা যাহা প্রেমো সুতায়
না খুঁজিয়া মর্ম লতায়
এক হরফে কাম সারি।।
পাগল সুজন নত শীরে
ক্ষমা মাঙ্গি সবার দ্বারে
দয়া করে সবে মোরে
দাও গুরুর জেলে ভরি।।