সোহাগ চাঁদ বদনী ধ্বনি | Sohag Chand Badani Dhani | Lyrics

সোহাগ চাঁদ বদনী ধ্বনি
Sohag Chand Badani Dhani
তাল: ঝুমুর
কথা ও সুর: প্রচলিত
শিল্পী: নির্মলেন্দু চৌধুরী
Song: Sohag Chand Badani Dhani
Album: Kichhu Katha Bengali Folk Songs Nirmalendu
Artist: Nirmalendu Chowdhury, Party
Music Director: Traditional
Lyricist: Traditional
সোহাগ চাঁদ বদনী ধ্বনি
নাচো তো দেখি
বালা নাচো তো দেখি,
বালা নাচো তো দেখি,
বালা নাচো তো দেখি
সোহাগ চাঁদ বদনি ধ্বনি
নাচো তো দেখি।
নাচেন ভালো সুন্দরী এই,
বাঁধেন ভালো চুল
হেলিয়া দুলিয়া পরে,
নাগকেশরের ফুল বালা।
সোহাগ চাঁদ বদনী ধ্বনি
নাচো তো দেখি।
রুনুঝনু নূপুর বাজে,
ঠুমুক ঠুমুক তালে
নয়নে নয়ন মেলিয়া গেল,
শরমের রঙ লাগে গালে
যেমনি নাচে নাগর কানাই,
তেমনি নাচে রাই
নাচিয়া ভুলাও তো দেখি
নাগর কানাই একবার
সোহাগ চাঁদ বদনী ধ্বনি

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *