কেনো হলো দেখা রে Lyrics
Keno Holo Dekha Re Lyrics
গান : কেনো হলো দেখারে তোমারে দেখলাম
গীতিকার : সালাম সরকার
কেনো হলো দেখা রে Lyrics
কেনো হলো দেখা রে তোমারে দেখলাম
যারে আমি একেবারে হারাইলাম
এই জীবনে যারে আমি একেবারে হারাইলাম
কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা
কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা – ২
নিজের হাতে নিজের মাথায় কুঁড়াল মারিলাম – ২
যারে আমি একেবারে হারাইলাম
এই জীবনে
নিবে ছিলো মনের আগুন জ্বালাইয়া দিলা
পলকের দেখা দিয়া মন কাইড়া নিলা – ২
দুঃখে যাদের জীবন গড়া দুখু মিয়া নাম – ও
যারে আমি একেবারে হারাইলাম
এই জীবনে
তোমায় দেখে মনে হইলো বাঁচিয়া থাকবো
কাছে তোমায় নাই বা পেলাম দূর থেকে দেখবো -২
তোমারে খুঁজিয়া বেড়ায় পাগল তর সালাম – ২
যারে আমি একেবারে হারাইলাম
এই জীবনে
Keno Holo Dekha Re Lyrics