আশুরার/মহররমের Song
মহররমের দশ
মহররমের দশ
মহররমের দশ, ব্যথাতুর দিনটাকে
শোকাতর সকলেই জানি;
রক্তে ছাপিয়ে যায় ফোরাতের দুইপার
কোথাও ছিল না কোন পানি।
আকাশে-বাতাসে বাজে কান্নার প্রতিধ্বনি
পিপাসায় ফেটে যায় বুক।
পানি-পানি আহাজারি
সীমারেরা শোনে না তো
রক্তোল্লাসে পায় সুখ।
দেখছেনাতো এজিদেরা
পড়ছে যেন ছানি,
চোখে পড়ছে যেন ছানি।
দিকে দিকে যুদ্ধের ডঙ্কা বাজিয়া উঠে
বাঁচিয়ে রাখিতেই দ্বীন।
সবার চিরচেনা
ইমাম হোসেন সেনা
প্রাণটা করে যে বিলীন।
দেয়নি ঈমান দিয়েছে প্রাণ
কারবালাতে জানি
ওরে কারবালাতে জানি।
📌
শিরোনাম: মহররমের দশ
কথা-সুর: নবীন সাদিক