Koto Khela Jano Maula Lyrics
কত খেলা জান মাওলা
রমেশ
কত খেলা জান মাওলা কত খেলা জান
গলায় দিয়া প্রেম রশি আস্তে আস্তে টান রে
রঙ্গিলা ভা-ারী মাওলারে।
ও মাওলা রে… কারে চালাও মজনু হালে কারে সাধুর বেশ
কারে ঘরবাড়ী ছারাইয়া মাওলা ফিরাও নানান দেশ।
ও মাওলা রে….. কেহ সোনার তালে দুধে ভাতে ঘি পোলাও খায়
কেহ দুদিনে মিলেনা অন্নরে উপবাস যায় ওরে..।
ও মাওলা রে…. করো জন্ম অন্গগরি দিন যায় দু:খে দু:খে
কেহ আটার হাজার আলম এক পকলে দেখে রে…।
ও মাওলা রে…. পলকে করেছ কেউরে দুই কুলের সুলতান
কেহ আজীবন গোলামী করি জান করে হয়রান রে।
ও মাওলা রে…. কেহ ঠিক পথে চলিতে বল রাস্তার কর ভুল
রমেশ বলে ঠিক চিনেছি রে.. তুমি সবার মুল রে।