Belayeter Rajdhani Lyrics | বেলায়তের রাজধানী

Belayeter Rajdhani Lyrics
বেলায়তের রাজধানী

Belayeter Rajdhani Lyrics

বেলায়তের রাজধানী মাইজ ভান্ডার দরবার
অগনিত অলি আল্লাহ হইতেছে তৈয়ার।
খোদার আহাদী সিপাত রাজ
রাসুলের আহম্মদী বেলায়তের তাজ
মাইজ ভান্ডারী রাজাদী রাজ
মালিক তাজেদার।ঐ
গাউসুল আজম মাইজ ভান্ডারী
সেই তাজ মাথায় পরি
হলেন ত্রাণকর্তার অধিকারী
অলিয়ে সর্দার।ঐ
দ্বিব্য জ্ঞানি অলিগনে
সেই তাজের খবর জেনে
চট্টগ্রামের পাহাড় কাননে
বসাইছে বাজার।ঐ
বদর শাহ জালায় বাতি
মোহছেন অলি দেখায় কেরামতি
সুন্দর শাহ রাতা-রাতি
আবাদ করে পাহাড়।ঐ
চট্টগ্রাম অলির কিল্লা
বায়েজিদের আগুনের আইল্ল্যা
রাংগুনিয়া বড় পীরের চিল্লা
নির্দশন বেশুমার।ঐ
অলি বানার ফেক্টোরী
দরবারে মাইজ ভান্ডারী
কেয়ামত তক থাকবে জারী
গাউছিয়ত সরকার।ঐ
আহাদ আহম্মদ মেহেদীর খেলা
চন্দ্র সূর্য্য তারার মেলা
ভান্ডারে হল উজ্বালা
হারুনে কয় দেখতে চমতকার।ঐ
Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *