ভালোবাসা অন্ধ এ কথা
Bhalobasa Andho E Kotha
ছায়াছবি: বাবা কেন চাকর
কথা: মোঃ রফিকউজ্জমান
সঙ্গীত: আলাউদ্দিন আলী
শিল্পী: মিতালী মূখার্জী ও কুমার সুজয় (সুজয় ভট্টাচার্য)
Bhalobasa Andho E Kotha
ছায়াছবি: বাবা কেন চাকর
কথা: মোঃ রফিকউজ্জমান
সঙ্গীত: আলাউদ্দিন আলী
শিল্পী: মিতালী মূখার্জী ও কুমার সুজয় (সুজয় ভট্টাচার্য)
Cast: Shilpi & Bapparaj
Singer: Mitali Mukherjee & Shuvrodev
Lyricist: Mohammad Rafiquzzaman
Music: Alauddin Ali
Movie: Baba Keno Chakor
Director: Nayok Raj Razzak
Production: Razlokkhi Production
আ আ আ আ আ
আ আ আ আ আ
ভালোবাসা অন্ধ
এ কথাই বলে সবাই
আমি নিজেকে অন্ধ করে
সারাটা জীবন ধরে
তোমার বুকের ঘরে
রয়ে যেতে চাই
আমি তোমার বুকের ঘরে
রয়ে যেতে চাই।।
তুমি ছাড়া এ জীবনে,
আর কিছু নেই,
আমার পৃথিবী বলে,
চিনি তোমাকেই।।
হাজারও স্বপ্ন দেখে
আবারও দু’চোখ ঢেকে
তোমাকে হৃদয়ে রেখে
সবি পেয়ে যাই
আমি তোমাকে হৃদয়ে রেখে
সবি পেয়ে যাই।
ভালোবাসা অন্ধ
এ কথাই বলে সবাই
আমি নিজেকে অন্ধ করে
সারাটা জীবন ধরে
তোমার বুকের ঘরে
রয়ে যেতে চাই
আমি তোমার বুকের ঘরে
রয়ে যেতে চাই।
গানে গানে যত কথা,
বলি বারে বার,
সুরের বাঁশিতে বাজে,
তুমি যে আমার।।
আমি হৃদয়ে তৃষ্ণা জ্বেলে
জীবন মরণ ভুলে
জনমে জনমে যেন
তোমাকেই পাই
আমি জনমে জনমে যেন
তোমাকেই পাই।
ভালোবাসা অন্ধ
এ কথাই বলে সবাই
আমি নিজেকে অন্ধ করে
সারাটা জীবন ধরে
তোমার বুকের ঘরে
রয়ে যেতে চাই।
আমি তোমার বুকের ঘরে,
রয়ে যেতে চাই।।