পড়োরে দায়েমী নামাজ
Porore Dayemi Namaj
ফকির লালন সাঁই
পড়োরে দায়েমী নামাজ এদিন হলো আখেরী।
মাশুক রুপ হৃদকমলে,
দেখো আশেক বাতি জ্বেলে,
কি বা সকাল কি বা বৈকাল,
দায়েমীর নাই অবধারী।।
সালেকের বেহায়াপনা, মজ্জুবি আশেক দিওয়ানা।
আশেক দিল করে ফানা,
মাশুক বৈ অন্যে জানেনা,
আশার ঝুলি লয়ে সে না,
মাশুকের চরণ ভিখারী।।
কেফায়া আইনি জিন্নি, এহি ফরজ জাত নিশানি।
দায়েমী ফরজ আদায়,
যে করে তার নাই জাতের ভয়,
জাত এলাহির ভাবে সদাই,
মিশেছে সে জাতে নূরী।।
আইনি অদেখা তরিক, দায়েমী বরজখ নিরিখ।
সিরাজ সাঁইয়ের হক্কের বচন,
ভেবে কহে অবোধ লালন,
দায়েমী নামাজি যে জন,
সমন তাহার আজ্ঞাকারী।।