ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে
Dhoro Chor Houar Ghore Fand Pete
সে কি সামান্য চোরা ধরবি কোনা কানচিতে।
ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে।।
পাতালে চোরের বহর,
দেখায় আসমানের উপর,
তিন তারে হচ্ছে খবর, শুভাশুভ যোগমতে।।
কে বা চোর, কে বা সেনা,
কে করে ঠিক ঠিকানা,
হাওয়ায় তার লেনাদেনা, হাওয়াই মূলাধার তাতে।।
চোর ধরে রাখবি যদি,
হৃদগারদ করগে খাঁটি,
লালন কয় খুঁটিনাটি, থাকতে কি চোর দেয় ছুঁতে।।