তোমার বুকের সিংহাসনে রে বন্ধু | Tomar Buker Shinghashone Bondhu

তোমার বুকের সিংহাসনে রে বন্ধু
Tomar Buker Shinghashone Bondhu
কথা ও সুর: জীবন দেওয়ান
কণ্ঠ: সোহাগ

তোমার বুকের সিংহাসনে রে বন্ধু আমার জায়গা নাই

ভেবেছো তুমি আমারে বাসি চুলার ছাই।

পথের ধূলার মানুষ আমি পথে পড়ে আছি

জংলার কিছু লতাপাতা ঘর বানাইয়া আছি রে বন্ধু

ঘর বানাইয়া আছি।

রাইতে ভিজি দিনে ভিজি দুঃখের সীমা নাই।

কচুরি ফুল বলে নিলো না কেউ হাতে

সারাজীবন ভাসলাম আমি ভাঙ্গা নদীর স্রোতে।

কুলহারা ফুল আমি রে বন্ধু যাওয়ার জায়গা নাই।

গোকুলের মূল্য আছে আমার মূল্য নাই

আমারে যে দিয়া গেলি জনমের বিদাই।

জীবন দেওয়ান মইরা গেলে রে বন্ধু কোথায় হবে ঠাঁই?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *