ঘরে বাস করো সে ঘরের খবর নাই
Ghore Bas Koro Se Ghorer Khobor Nai
ঘরে বাস করো সে ঘরের খবর নাই।
চার যুগে ঘর চাবি আটা ছুড়ান পরের ঠাঁই।।
কলকাঠি যার পরের হাতে,
তার ক্ষমতা ত্রিজগতে,
লেনাদেনা দিবারাতে,
পরে করে ভাই।।
থাকতে রতন আপন ঘরে,
এ কী বেহাত আজ আমারে,
দেয় সে রতন হাতে ধরে,
তারে কোথা পাই।।
ঘর ছেড়ে ধন বাইরে খোঁজা,
বয় সে যেমন চিনির বোঝা,
পায় না রে সে চিনির মজা,
মিছে বলদ বয়।।
পর দিয়ে পর ধরাধরি,
সে পর কই চিনতে পারি,
লালন বলে হায় কী করি,
না দেখি উপায়।।