খোদার বান্দা নবির উম্মত হওয়া যায় যাতে | Khodar Banda Nobir Ummot Houa Jay Jate | Key lyrics

খোদার বান্দা নবির উম্মত হওয়া যায় যাতে
Khodar Banda Nobir Ummot Houa Jay Jate
ফকির লালন সাঁই
খোদার বান্দা নবির উম্মত হওয়া যায় যাতে
নবির তরিক নেয় উম্মত জাহেরা পুসিদাতে ।।
ধর্ম পর্দা বান্দা জাহেরায়
খোদার হুকুম ফরজ আদায়
দেখ পঞ্চবেনাতে
তলবে দুনিয়া তলবে মওলা
দুই তলব তাতে ।।
বান্দার মর্ম পুসিদাতে রয়
বান্দা দেল খোদার আরশ হয়
দেখ কালামউল্লাতে
আরশ ছেড়ে খোদা তিলার্ধ নয়
তালেবুল মওলাতে।।
আকার বান্দা সাকার খোদা
আকারে সাকার মিশে রয়
দেখ নিরাকারেতে
অনন্ত রূপ আকার এক রূপ সাকার
রয় সর্বঘটেতে ।।
বান্দার রূপ খোদ খোদা হয়
আল্লাহ আদম বান্দাতে রয়
পাক পাঞ্জাতন সাথে
ভেদ জেনে বান্দা লালন দেয় সেজদা
খোদার রূপেতে ।।
খোদার বান্দা নবির উম্মত হওয়া যায় যাতে | Khodar Banda Nobir Ummot Houa Jay Jate | Key lyrics

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *