আম গাছে ঢ্যালা মারে ক্যাডারে
Aam Gaachhe Dhela Mare
কথা ও সুর: অনিল হাজারিকা
কণ্ঠ: গৌর সুন্দর গায়েন
[আমগাছে ঢ্যালা মারে ক্যাডারে?
আমি আসি যদি আমডা তোরে
খাওয়ায় দিবানে ভালো করে]-২
আমগাছে ঢ্যালা মারে ক্যাডারে?
[কার ছাওয়াল রে তুই?
কোন পাড়ায় বাড়ি?
কী তোর বাবার নাম?
এই কী তোর বাবার নাম?
কচি আমে ঢ্যালা মাত্তিছিস
খায়ে পাসনে কাম?]-২
[কানে কতা যাচ্ছে না তোর]-২
ঢ্যালা মারার তালেই থাহিস রে
আম গাছে ঢ্যালা মারে ক্যাডারে?
আমি আসি যদি আমডা তোরে
খাওয়ায় দিবানে ভালো করে
আম গাছে ঢ্যালা মারে ক্যাডারে?
[ঢ্যালা মারা বাদ দিয়ে এবার
গাছে উঠলি যে তুই
(এই গাছে উঠলি যে তুই!)
দুপুর বেলায় এ কোন বান্দরের
পাল্লায় পড়লাম মুই]-২
[লাঠি নিয়ে আসতিছি দাড়া]-২
দেহাই দিচ্ছি তোরে
আম গাছে ঢ্যালা মারে ক্যাডারে?
আমি আসি যদি আমডা তোরে
খাওয়ায় দিবানে ভালো করে
আম গাছে ঢ্যালা মারে ক্যাডারে?
[দৌড়েচ্ছিস কেন খায়ে যা আম
খাওয়ায় দিই তোরে
এই খাওয়ায় দিই তোরে
বাড়ি গাছ লাগায়ে খাতি পারিসনে
খাস পরের তরে]-২
[(বাড়ি) গাছ লাগায়ে খাগে যারে]-২
পরাণডা ভরে!
[আমগাছে ঢ্যালা মারে ক্যাডারে?
আমি আসি যদি আমডা তোরে
খাওয়ায় দিবানে ভালো করে]-২
আমগাছে ঢ্যালা মারে ক্যাডারে?