আমার যেমন বেণী তেমনি রবে
Amar Jemon Beni Temni Robe
কথা ও সুর: গোসাঁই রসরাজ
কণ্ঠ: পার্বতী বাউল/পূর্ণদাস বাউল
Amar Jemon Beni Temni Robe
কথা ও সুর: গোসাঁই রসরাজ
কণ্ঠ: পার্বতী বাউল/পূর্ণদাস বাউল
[আমার যেমন বেণী তেমনি রবে চুল ভিজাবো না]-২
আমি চুল ভিজাবো না আমি বেণী ভিজাবো না
আমি এধার ওধার,সাঁতার পাথার করি আনাগোনা
যেমন বেণী তেমনি রবে চুল ভিজাবো না
আমার যেমন বেণী তেমনি রবে চুল ভিজাবো না।
আমি জলে নামব জল ছড়াব
তবু জল তো ছোঁবো না
আমি এধার ওধার,সাঁতার পাথার করি আনাগোনা
[আমার যেমন বেণী তেমনি রবে চুল ভিজাবো না]-২
আমি চুল ভিজাবো না আমি বেণী ভিজাবো না
আমি এধার ওধার,সাঁতার পাথার করি আনাগোনা
যেমন বেণী তেমনি রবে চুল ভিজাবো না।
আমি ভোগ লাগাবো তবু ভুখে মরব না
আমি রাঁধিব বাড়িব,ব্যঞ্জন বাটিব
তবু আমি হাঁড়ি ছোঁবো না
[আমার যেমন বেণী তেমনি রবে চুল ভিজাবো না]-২
আমি চুল ভিজাবো না আমি বেণী ভিজাবো না
আমি এধার ওধার,সাঁতার পাথার করি আনাগোনা
যেমন বেণী তেমনি রবে চুল ভিজাবো না।
গোঁসাই রসরাজে ভনে,শোন গো নাগরী
ও রূপে যাই বলিহারি!
আমি হবোনা সতী আমি না হবো অসতী
তবু আমি পতি ছাড়বো না
[আমার যেমন বেণী তেমনি রবে চুল ভিজাবো না]-২
আমি চুল ভিজাবো না আমি বেণী ভিজাবো না
আমি এধার ওধার,সাঁতার পাথার করি আনাগোনা
যেমন বেণী তেমনি রবে চুল ভিজাবো না
[আমার যেমন বেণী তেমনি রবে চুল ভিজাবো না]-২