তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল | Tumi Sutoy Bedhecho Lyrics|হাজার বছর ধরে | Hajar Bochor Dhore
হাজার বছর ধরে
শিল্পীঃ সুবীর নন্দী ও অনুপমা মুক্তি
কথাঃ গাজী মাজহারুল আনোয়ার
তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল
হাজার বছর ধরে
তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল
নাকি তোমার মন
তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল
নাকি তোমার মন
আমি জীবন বেঁধেছি মরণ বেঁধেছি ভালবেসে সারাক্ষণ
ভালবেসে সারাক্ষণ
তুমি কেন এত ভয় ভয় কর আস না আমার কাছে
তুমি তো জাননা কত কথা এই অন্তরে জমা আছে
অন্তরে জমা আছে
সাত পাঁচ ভেবে ফিরে যাই আমি আসি না তোমার কাছে
নিন্দুকের ই কলঙ্ক দাগ পাও যদি তুমি পাছে ……
পাও যদি তুমি পাছে
আমি তোমারি জন্য সয়ে যাব সব নিন্দার ই দংশন…
নিন্দার ই দংশন
তুমি সুতোয় বেঁধেছ শাপলার ফুল
নাকি তোমার মন
তুমি আর আমি কাহিনী হব বাংলার ঘরে ঘরে
মিলনে বিরহে পাশাপাশি রব হাজার বছর ধরে
হাজার বছর ধরে
দুটি হৃদয়ে বয়ে যাবে নদী কত না উজান ভাটি
আকাশা বাতাসে ধ্বনিত হবে এই প্রেম চির খাঁটি …
এই প্রেম চির খাঁটি
আমি তোমাকে হারালে অবিরাম হবে দুচোখে বরষা…
দুচোখে বরষা
হাজার বছর ধরে
Tumi Sutoy Bedhecho Lyrics