যদি আমায় ভালোবাসো | অনুরাগের বীণা বাজিয়ে | Jodi Amay Bhalobaso | Anurager Bina Bajiye | রাজিব শাহ্

 

যদি আমায় ভালোবাসো | অনুরাগের বীণা বাজিয়ে
Jodi Amay Bhalobaso | Anurager Bina Bajiye
কথা- ডাঃ নুরুল ইসলাম
শিল্পী- রাজিব শাহ্

 

 

যদি আমায় ভালোবাসো | অনুরাগের বীণা বাজিয়ে

 
 
যদি আমায় ভালোবাসো
তবে নব সেজে এসো
এসে বইসো আমার হৃদয় মন্দিরে
অনুরাগের বীণা বাজিয়ে
এসো হে দয়াল অপরূপ সাজিয়ে
অনুরাগের বীণা বাজিয়ে
খাজা খান জাহান অলি বড় আউলিয়া
আজমিরে কুতুবে মইনুদ্দিন চিশতিয়া,
বাগদাদে আলফেসানি মোহাম্মদের কাদ্রিয়া
আবার বু আলী কলন্দর ছিলেন খোয়াব খিযির খিজ্রিয়া
শাহ জালাল জালালি
তোমার প্রেমের দুলালি ।।
অয়াইস কারনি পাগল আসিয়ে
অনুরাগের বীণা বাজিয়ে।
এসো হে দয়াল অপরূপ সাজিয়ে
অনুরাগের বীণা বাজিয়ে।।
সৃষ্টি হয়ে নবী গোপন বেসে
সত্তর হাজার বছর ছিলেন ময়ূর এর বেশে,
অধীন কাঙ্গাল বলে পাপী তাপী উম্মত এর লাগিয়া
আবার অবশেষে আসলেন নবী মানুষের রুপ ধরিয়া।
তুমি সাল্লেওয়ালা, তুমি কাম্লিওয়ালা
নবী
তুমি সাল্লেওয়ালা, তুমি কাম্লিওয়ালা
নুর পেয়ালি নুরালী হয়ে
অনুরাগের বীণা বাজিয়ে
এসো হে দয়াল অপরূপ সাজিয়ে
অনুরাগের বীণা বাজিয়ে।।

 

Check Also

a logo for keylyrics.com

আমার দয়াল বাবা কেবলা কাবা Lyrics | Amar Doyal Baba Kebla Kaba Lyrics

আমার দয়াল বাবা কেবলা কাবা Lyrics Amar Doyal Baba Kebla Kaba Lyrics   আমার দয়াল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *