Hori Din To Gelo Lyrics | হরি দিনতো গেল Lyrics

Hori Din To Gelo Lyrics

হরি দিনতো গেল Lyrics

গীতিকার: অমর পাল

শিল্পী: পরীক্ষিত বালা

 

Hori Din To Gelo Lyrics

হরি দিনতো গেল
সন্ধ্যা হলো
পার করো আমারে।
তুমি পারের কর্তা
শুনে বার্তা
তাই ডাকি তোমারে।।

 

আমি আগে এসে
ঘাটে রইলাম বসে।
যারা পাছে এলো
আগে গেল
আমি রইলাম পারে।।

 

শুনি কড়ি নাই যার
তুমি তারেও করো পার।
আমি দীন ভিখারী
নাইতো কড়ি
দেখ ঝুলি ঝেড়ে।।

 

আমার পাড়ের সম্বল
দয়াল নামটি কেবল।

কাঙ্গাল ফকির চাঁদ

কেদেঁ আকুল

পথ হারে সাতারে।।

 

 

হরি দিন তো গেল

হরি দিন তো গেল
সন্ধ্যা হলো, পার করো আমারে,
তুমি পারের কর্তা, শুনে বার্তা
ডাকি হে তোমারে।

 

আমি আগে এসে,ঘাটে রইলাম বসে
ওহে, আমায় কি পার করবে নাহে,
আমায় অধম বলে
যারা পাছে এল, আগে গেল,
আমি রইলাম পড়ে।

 

শুনি কড়ি নাই যার,
তুমি তারেও করো পার
আমি সেই কথা শুনে ঘাটে এলাম হে,
আমি দীন ভিখারী, নাই কো কড়ি
দেখ ঝুলি ঝেড়ে।

 

আমার পারের সম্বল
দয়াল নামটি কেবল ,
তাই দয়াময় ব’লে ডাকি তোমায় হে
অধমতারণ ব’লে ডাকি তোমায় হে,
ফিকির কেঁদে আকুল প’ড়ে অকুল
পাথারে সাঁতারে।

 

 

হরি দিনতো গেল Lyrics

হরি দিন তো গেলো সন্ধ্যা হল
পার করো আমারে (২)

তুমি পারের কর্তা জেনে বার্তা
তাই ডাকি তোমারে

হরি দিন তো গেলো সন্ধ্যা হল
পার করো আমারে

আমি আগে এসে
ঘটে রইলাম বসে (২)
যারা পাছে এলো আগে গেলো
আমি রইলাম পড়ে

হরি দিন তো গেলো সন্ধ্যা হল
পার করো আমারে (২)

তাদের পাড়ের সম্বল

হরি দিন তো গেল সন্ধ্যা হল
তোমার নামটি কেবল (২)
তারা নিজ মনে গেল চলে অকুল পারাবারে

হরি দিন তো গেলো সন্ধ্যা হল
পার করো আমারে (২)

শুনি কড়ি নাই যার
তারে তুমি করো পার (২)
আমি দিন ভিখারি নাইকো কড়ি দেখো ঝুলি ঝেড়ে

হরি দিন তো গেলো সন্ধ্যা হল
পার করো আমারে (২)

আমার পাড়ের সম্বল
তোমার নামটি কেবল (২)
কাঙাল ফিকিরচাঁদ কেঁদে আকুল পাথারে সাঁতারে

হরি দিন তো গেলো সন্ধ্যা হল
পার করো আমারে (২)

তুমি পারের কর্তা জেনে বার্তা
তাই ডাকি তোমারে

হরি দিন তো গেলো সন্ধ্যা হল
পার করো আমারে (২)

Check Also

a logo for keylyrics.com

তুমি অসময়ে তমাল ডালে Lyrics | Tumi Asamaye Tomal Dale Lyrics

তুমি অসময়ে তমাল ডালে Lyrics Tumi Asamaye Tomal Dale Lyrics   তুমি অসময়ে তমাল ডালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *