ভালোবাসার বাধন ছিড়ে | Bhalobasar Badhon Chire | চাঁন মিয়া সরকার

ভালোবাসার বাধন ছিড়ে
Bhalobasar Badhon Chire
গীতিকার : কাংগাল জিয়ারত
শিল্পী: চাঁন মিয়া সরকার
ভালোবাসার বাধন ছিড়ে
আমার দরদ দিছে ফাকিঁরে
আমার জল ভরা দুই আঁখি
প্রথম যেদিন চলে গেলে
ও দরদরে ভক্তদের কে ফেলি
আমি নগরে নগরে ঘুরেরে
তোর মত না দেখি
তুমি আছো মহাসুখে
অবলারে ভুলি
দুক্ষের মাঝে ঊড়ে যাবে
কাংগাল জিয়ারতের পাখি
ভালোবাসার বাধন ছিড়ে | Bhalobasar Badhon Chire | চাঁন মিয়া সরকার

Check Also

a logo for keylyrics.com

আমার দয়াল বাবা কেবলা কাবা Lyrics | Amar Doyal Baba Kebla Kaba Lyrics

আমার দয়াল বাবা কেবলা কাবা Lyrics Amar Doyal Baba Kebla Kaba Lyrics   আমার দয়াল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *