এসো হে বৈশাখ | Eso He Boishakh | Pahela Baishakher Song | পহেলা বৈশাখের গান

এসো হে বৈশাখ | Eso He Boishakh |
Pahela Baishakher Song | পহেলা বৈশাখের গান
বাংলা নববর্ষের গান, পহেলা বৈশাখের থিম সং
Theme Song of Pohela Boishakh

এসো হে বৈশাখ

এসো, এসো, এসো হে বৈশাখ।
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥
যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে-যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক॥
মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা,
অগ্নিস্নানে শুচি হোক ধরা।
রসের আবেশরাশি শুষ্ক করি দাও আসি,
আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ।
মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক॥

Eso He Boishakh

পহেলা বৈশাখের গান

এসো হে বৈশাখ,এসো এসো
তাপস নিঃশ্বাস বায়ে
মুমূর্ষুরে দাও উড়ায়ে
বৎসরের আবর্জনা
দূর হয়ে যাক যাক যাক
এসো এসো !!
যাক পুরাতন স্মৃতি
যাক ভুলে যাওয়া গীতি
যাক অশ্রুবাষ্প
সুদূরে মিলাক
যাক যাক
এসো এসো !!
মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা
অগ্নি স্নানে শুচি হোক ধরা
রসের আবেশ রাশি
শুষ্ক করি দাও আসি
আনো আনো,
আনো তব প্রলয়ের শাঁখ
মায়ার কুঁজঝটি জাল যাক,
দূরে যাক যাক যাক
এসো এসো !!

Pahela Baishakher Song

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *