Tumi Janle na Lyrics | তুমি জানলে না | Nogor Baul James

Tumi Janle na Lyrics
তুমি জানলে না
Nogor Baul James
কথাঃ কবির বকুল
সুরঃ প্রিন্স মাহমুদ
শিল্পীঃ জেমস্
অ্যালবামঃ পিয়ানো

Tumi Janle na Lyrics

তুমি জানলে না
আমার হাসির আড়ালে কত যন্ত্রণা, কত বেদনা
কত যে দুঃখ বোনা
তুমি জানলে না
আমার হাসির আড়ালে কত যন্ত্রণা, কত বেদনা
কত যে দুঃখ বোনা
পাহাড়ের কান্নাকে ঝর্ণা সবাই বলে
সেই ঝর্ণা ধারায় পাহাড় কষ্টের নদী বয়ে চলে
আমাকে দেখেছো তুমি
দেখনি এই হৃদয়
অনিশ্চয়তার আগুনে পুরে হয়ে গেছে তা ক্ষয়
এতদিন পাশে থেকেও আহা আহাহা
বুঝনি পাথরের নীরবতা
তুমি জানলে না।
তুমি জানলে না
আমার হাসির আড়ালে কত যন্ত্রণা, কত বেদনা
কত যে দুঃখ বোনা
তুমি জানলে না
আমার হাসির আড়ালে কত যন্ত্রণা, কত বেদনা
কত যে দুঃখ বোনা
তুমি জানলে না

Tumi Janle na Lyrics in Bangla

তুমি জানলে না
আমার হাসির আড়ালে কত যন্ত্রণা , কত বেদনা
কত যে দুঃখ বোনা ।।
পাহাড়ের কান্নাকে ঝর্ণা সবাই বলে
সেই ঝর্ণা ধারায় পাহাড় কষ্টের নদী বয়ে চলে
আমাকে দেখেছো তুমি
দেখনি এই হৃদয়
অনিশ্চয়তার আগুনে পুরে হয়ে গেছে তা ক্ষয়
এতদিন পাশে থেকেও আহা আহাহা
বুঝনি পাথরের নীরবতা
তুমি জানলে না।
তুমি জানলে না
আমার হাসির আড়ালে কত যন্ত্রণা , কত বেদনা
কত যে দুঃখ বোনা
তুমি জানলে না।।

Check Also

শ্রীমদ্ভক্তিবিনোদবিরহদশকম্ | Shri Mad Bhaktivinad Biraha Dashakam | হা হা ভক্তিবিনোদঠক্কুর

শ্রীমদ্ভক্তিবিনোদবিরহদশকম্ Shri Mad Bhaktivinad Biraha Dashakam হা হা ভক্তিবিনোদঠক্কুর শ্রীমদ্ভক্তিবিনোদবিরহদশকম্ শ্রীল ভক্তিরক্ষক শ্রীধর দেবগোস্বামী মহারাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *