Shane Maij Bhandari Lyrics | শানে মাইজ ভান্ডরী

Shane Maij Bhandari Lyrics
শানে মাইজ ভান্ডরী

Shane Maij Bhandari Lyrics

শানে মাইজ ভান্ডরী
আমি সরাবি চলেছি পন্থে সরে দাড়াওরে যত ছুফীগণ
লাগিবে গন্ধ হইবে মন্দ মলিন হবে তোমার ছুফীতন।
তোদেরি তছবি তোদের মছল্লা তোদের এবাদত তোদের ইল্লাল্লা
তোদেরি জন্য হবে মোবারক আমি নিয়েছি শরাবে যতন।
আমি চলেছি শরাব খানা যারি নেশাতে জগত দিওয়ানা
রুমি গিলানী মঈনে চিস্তি জোনায়েদ শিবলী হইল মগন।
তোমরা সুখে বেহেস্তে যাবে হুর গেলমা কত কি পাবে
আমি বেচারা প্রেমেরি মারা ঘুরে বেড়াব গহন কানন।
আমি বেচারা প্রেমেরি মারা প্রেম সরাবে হই আত্মহারা
না করি পরওয়া তোদেরী ফৎওয়া নীতি বিধানের নিয়ম পালন।
রসের কথা রসিকে জানে নপুংসকে তা কভু কি মানে
এই কারণে মহাত্ম মনছুরেরে করিল শূলীতে নিধন।
জনাব ছরমদ রসিক ছিল রসেরি চলা তিনি চলিল
কানারা তাতে ফৎওয়া দিল বেবুঝারা তাই মারিল গর্দ্দন।
ছেড়ে করিম এ’সব ঝগড়া গিয়ে ভান্ডারে পাতিয়ে আখড়া
জপিয়ে গাউছুল আজম জপনা ভজ মওলারি যুগল চরণ।

Check Also

a logo for keylyrics.com

আমার দয়াল বাবা কেবলা কাবা Lyrics | Amar Doyal Baba Kebla Kaba Lyrics

আমার দয়াল বাবা কেবলা কাবা Lyrics Amar Doyal Baba Kebla Kaba Lyrics   আমার দয়াল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *