Shamre Tomar Shone Lyrics
শ্যামরে তোমার সনে
Song: শ্যামরে তোমার সনে
Singer: Polash
Shamre Tomar Shone Lyrics
ও শ্যাম রে তোমার সনে
শ্যাম রে তোমার সনে
একেলা পাইয়াছি রে শ্যাম
একেলা পাইয়াছি রে শ্যাম
এই নিথর বনে।
আজ পাশা খেলবো রে শ্যাম
আজ পাশা খেলবো রে শ্যাম ।।
একেলা পাইয়াছি হেথা পলাইয়া যাবে কোথা
একেলা পাইয়াছি হেথা পলাইয়া যাবে কোথা
চৌদিকে ঘিরিয়ারে রাখবো
চৌদিকে ঘিরিয়ারে রাখবো
সব সখী গণে।
আজ পাশা খেলবো রে শ্যাম
আজ পাশা খেলবো রে শ্যাম ।।
আতরো গুলাব ও চন্দন মারো বন্ধের গায়ে
আতরো গুলাব ও চন্দন মারো বন্ধের গায়ে
ছিটাইয়া দাও চুয়া চন্দন
ছিটাইয়া দাও চুয়া চন্দন
শ্যামরে তোমার সনে
ও শ্যাম রে তোমার সনে
একেলা পাইয়াছি রে শ্যাম
এই নিধুবনে
আজ পাশা খেলবো রে শ্যাম
একেলা পাইয়াছি হেথা
পলাইয়া যাবে কোথা ।।
চৌদিকে ঘিরিয়া রে রাখবো ।।
সব সখি সনে
আজ পাশা খেলবো রে শ্যাম।
আতর গোলাপ চন্দন
মারো বন্ধের গায়।।
ছিটাইয়া দাও ছুঁয়া চন্দন।।
ঐ রাঙ্গা চরণে
আজ পাশা খেলবো রে শ্যাম।
দীনহীন আর যাবে কোথা
বন্ধের চরণ বিহনে ।।
রাঙ্গা চরণ মাথায় নিয়া
দীন হীন কান্দে।।
আজ পাশা খেলবো রে শ্যাম
ও শ্যাম রে তোমার সনে
একেলা পাইয়াছি রে শ্যাম
এই নিধুবনে
আজ পাশা খেলবো রে শ্যাম।
(কথা-দ্বীনহীন)