Lyrics

ওরা মনের গোপন চেনে না | Ora Moner Gopon Chene Na Lyrics

শিরোনামঃ হৃদয়ের রং
Name: Hridoyer Rong
শিল্পীঃ লগ্নজিতা চক্রবর্তী
অ্যালবামঃ ঘরে এন্ড বাইরে
গীতিকারঃ অনুপম রয়
সুরকারঃ অনুপম রয়

Ora Moner Gopon Chene Na Lyrics in Bangla

ওরা মনের গোপন চেনে না
ওরা হৃদয়ের রং জানে না
প্রজাপতি ডানা ছুঁলো বিবাহ বাসরে
কেন সারারাত জেগে বাড়ি ফিরি ভোরে
ওরা মনের গোপন চেনে না
ওরা হৃদয়ের রং জানে না
তুমি চিরদিন, ভিষণ কঠিন
তোমার ঘর ভেসে যায় ওরা
মুখ দেখে বুঝতে পারে না(X২)
ওরা এ মন কেমন বোঝে না
ওরা আসল কারণ খোঁজে না
তুমি চিরকাল , স্বপ্নে মাতাল
হেটে সারাজীবন ধরে , ঝড় বৃষ্টি মাথায় করে
ওরা মনের গোপন চেনে না
ওরা হৃদয়ের রং জানে না
প্রজাপতি ডানা ছুঁলো বিবাহ বাসরে
কেন সারারাত জেগে বাড়ি ফিরি ভোরে
ওরা মনের গোপন চেনে না
ওরা হৃদয়ের রং জানে না

Ora Moner Gopon Chene Na Lyrics in English

Ora moner gopon chene na
ora ridoyer rong jane na
projapoti dana chulo bibaho basore
keno sararat jege bari firi bhore
Ora moner gopon chene na
ora ridoyer rong jane na

Check Also

a logo for keylyrics.com

হায়রে মানুষ রঙিন ফানুস Lyrics | Hay Re Manush Rangin Fanush Lyrics

হায়রে মানুষ রঙিন ফানুস Lyrics Hay Re Manush Rangin Fanush Lyrics হায়রে মানুষ রঙিন ফানুসHay …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *