Nirghum Chokh Janalay Lyrics
শিরোনাম – নির্ঘুম চোখ জানালায়
শিল্পী – ফয়সল
Faisal Roddy
Nirghum Chokh Janalay Lyrics
নির্ঘুম চোখ জানালায়
আমি নিজেকে শোনাই নিজের গান
স্বপ্নরা জেগে থাক
মনের ভিতর চলছে তুফান
তুফান তুফান আ আ আ…।
অগোছালো সব আশাগুলো জ্বলো
নিভু নিভু শত তারার আলো,
চোখে চোখ রেখে রয়ে যায় বহু দূরে,
জমে থাকা চিৎকারে।
নির্ঘুম চোখ জানালায়
আমি নিজেকে শোনাই নিজের গান
স্বপ্নরা জেগে থাক
মনের ভিতর চলছে তুফান
তুফান তুফান আ আ আ…।
কেউ না থাক আছো জোনাকি,
আছো আকাশ সেও
একাকি,আছো জানালায় ঘুমন্ত শহর…
শোন কথার পিঠে কথার বহর
নির্ঘুম চোখ জানালায়
আমি নিজেকে শোনাই নিজের গান
স্বপ্নরা জেগে থাক
মনের ভিতর চলছে তুফান
তুফান তুফান আ আ আ…।
