নন্দ নন্দন জগজন মনোহারী Lyrics | Nanda Nandan Jagojana Manohari Lyrics
নন্দ নন্দন জগজন মনোহারী
Nanda Nandan Jagojana Manohari (1970)
কথা: প্রচলিত (চণ্ডীদাস)
সুর: তুলসী লাহিড়ী
শিল্পী: কমলা ঝরিয়া/
হেমশ্রী চট্টোপাধ্যায়
নন্দ নন্দন জগজন মনোহারী Lyrics
[নন্দ নন্দন জগজন মনোহারী]-২
[করুণাময় দীনবন্ধু দয়াময়]-২
পতিতপাবন ভব ভয়হারী
নন্দ নন্দন জগজন মনোহারী।
[ঘন তনু সুন্দর ঘোর তিমির হর]-২
[দৈত্য দানব দল দলন দামোদর]-২
[দীন দয়াল যশোদা দুলাল[-২
কোটি কংসকুল ধ্বংসকারী
নন্দ নন্দন জগজন মনোহারী।
মৎস্য কুর্ম বরাহ নরহরি
বামন ভৃগুপতি রক্ষঃকুলাহারি
হলায়ুধ বুদ্ধ কল্কি নারায়ণ
যুগে যুগে বিচিত্র রূপধারী।
[ত্রিভুবন তারণ ত্রিপাপ বিমোচন]-২
[রোদন কলোরোল ধ্বনিছে ঘনঘন]-২
[দীন দয়াল রুদ্র করাল]-২
সংহারি রূপে এসো চক্রধারী
নন্দ নন্দন জগজন মনোহারী।