Mondo Lyrics In Bengali | Mondo(মন্দ) – Odd Signature | Moontasir Rakib

Mondo Lyrics In Bengali | Mondo(মন্দ)  – Odd Signature | Moontasir Rakib
Lyrics and Tune: Moontasir Rakib – মুনতাসির রাকিব
Composition – Odd Signature





একদল অমানুষ 
তারই মাঝে আমি,
যার স্বপ্ন পুড়ে ছাই 
করি বেঁচে থাকার অভিনয়। 

যার মৃত্যুর ডাক কাছে 
সময়ের অপেক্ষায়,
আজ পাপের চাদর গায়ে 
করি ভালো সাজার অভিনয়। 

মন্দ এক সময়, তাই মন্দ হতে হয় 
অন্ধের আলো কেড়ে, স্বপ্ন দেখতে হয়। 

আর নেই স্বাদ মনে 
(আর নেই স্বাদ মনে)
নিঃশ্বাস তুলিবার 
(নিঃশ্বাস তুলিবার)
মন্দ হয়ে শেষে, মরতে হবে আমায়। 

ঘন অন্ধকার, মস্তিষ্কের হাহাকার  
জগৎ গোটা পাশে,
দাঁত খিলিয়ে হাসে। 
মন্দের পরাজয়, মৃত্যুর অভিনয়  
সব কিছু আজ মিলে,
শহর জয়-উৎসবময়। 

মন্দ এক সময়, তাই মন্দ হতে হয় 
অন্ধের আলো কেড়ে, স্বপ্ন দেখতে হয়। 

আর নেই স্বাদ মনে 
(আর নেই স্বাদ মনে)
নিঃশ্বাস তুলিবার 
(নিঃশ্বাস তুলিবার)
মন্দ হয়ে শেষে, মরতে হবে আমায়।

Check Also

a logo for keylyrics.com

হায়রে মানুষ রঙিন ফানুস Lyrics | Hay Re Manush Rangin Fanush Lyrics

হায়রে মানুষ রঙিন ফানুস Lyrics Hay Re Manush Rangin Fanush Lyrics হায়রে মানুষ রঙিন ফানুসHay …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *