Masjid ghore allah thake na Lyrics | মসজিদ ঘরে আল্লাহ থাকে না

Song: Masjid ghore allah thake na
Lyrics – Matal Razzak Dewan (মাতাল কবি রাজ্জাক দেওয়ান)
Vocal – Bappaditya Biswas

Masjid ghore allah thake na Lyrics

আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে চণ্ডালে,
সতী-সাধুর ভাত জোটে না, সোনার হার বেশ্যার গলে।
মুখে মুখে সব মুসলমান কাজের বেলায় ঠনঠনা
শোনো মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না।

যদি মক্কায় গেলে খোদা মিলতো নবী মিলতো মদিনায়,
দেশে ফিরে কেউ আইতো না হজ্ব করিতে যারা যায়।
কেউ যায় টাকা গরমেনে, কেউ যায় দেশ ভ্রমণে,
ধনী যায় ধনের টানে আনিতে সোনাদানা
ওরে মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না।

হজ্ব করিতে মক্কায় গিয়া খরচ করলি যে টাকা
বলি, এই টাকা গরীবরে দিলে গরীব আর থাকে কেঠা?
তোর ঘরের ধন খায় পরে, দেশের লোক না খাইয়া মরে,
সত্য কথা বললে পরে দেশে থাকতে পারি না।
ওরে মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না।

দ্বীনহীন রাজ্জাকে বলে, মানুষে মানুষ রতন
বলি, এই মানুষকে ভালোবাসো বেঁচে আছো যতোক্ষণ।
মানুষ চিনতে করিস ভুল তবে হারাবি দুই কূল
ওরে মূল কাটিয়া জল ঢালিলে ঐ গাছে ফুল ফোটে না
শোনো মাওলানা, মসজিদ ঘরে আল্লাহ থাকে না

Check Also

শ্রীমদ্ভক্তিবিনোদবিরহদশকম্ | Shri Mad Bhaktivinad Biraha Dashakam | হা হা ভক্তিবিনোদঠক্কুর

শ্রীমদ্ভক্তিবিনোদবিরহদশকম্ Shri Mad Bhaktivinad Biraha Dashakam হা হা ভক্তিবিনোদঠক্কুর শ্রীমদ্ভক্তিবিনোদবিরহদশকম্ শ্রীল ভক্তিরক্ষক শ্রীধর দেবগোস্বামী মহারাজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *