Manush O Mukhosh Lyrics | মানুষ ও মুখোশ Lyrics

শিরোনামঃ মানুষ ও মুখোশ
Manush O Mukhosh Lyrics
ব্যান্ডঃ জলের গান
অ্যালবামঃ নয়ন জলের গান

Manush O Mukhosh Lyrics

মানুষ ভাবিতে কি দোষ
তুই আর কতকাল বেহুশ,
আর কতকাল বেহুশ থাকবি
মানুষ বেহুশ থাকবি,
সোনার দেশে হাজার শকুন
হাজার শকুন দিচ্ছে গা ঝাড়া,
তুই একবার শুধু শক্তি
শক্তি দিয়ে সাহস করে দাড়া,
সাহস করে দাড়া…….
মানুষ বলিতে কি দোষ
তুই আর কতকাল মুখোশ,
আর কতকাল আড়ালে থাকবি
মানুষ আড়ালে থাকবি,
সোনার দেশে অসংখ্য কীট
অসংখ্য কীট খাচ্ছে যে মাথা,
তুই একবার শুধু শক্তি
শক্তি দিয়ে সাহস করে দাড়া,
সাহস করে দাড়া……
একবার সাহস করে দাড়া
ভাঙবে গলদের ঘোড়,
একবার সাহস করে দাড়া
মানুষ সাহস করে দাড়া ।।
ভেঙে যায় স্বপ্ন আমার
মিছে হয় অতীত,
পেছনের পত ঘুণপোকা খায়
আমরা শুধুই পথিক,
মুখোশে বীর বীরের মুখোশ
মুখোশে বীর বেহুশ,
বেহুশ শরীর ঘুণপোকা খায়
আকাশে রঙিন ফানুস ।।

Check Also

a logo for keylyrics.com

নিতাই গঞ্জে জমছে মেলা Lyrics | Nitai Gonje Jomeche Mela Lyrics

নিতাই গঞ্জে জমছে মেলা Lyrics Nitai Gonje Jomeche Mela Lyrics Dolly Shayontoni Composer: Nazir Mahmood …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *