a logo for keylyrics.com

যদি শিক্ষার আলো পেয়ে হৃদয় Lyrics | Jodi Shikkhar Alo Peye Hridoy Lyrics

যদি শিক্ষার আলো পেয়ে হৃদয় Lyrics

Jodi Shikkhar Alo Peye Hridoy Lyrics

Nakul Kumar Biswas

(শিল্পী-নকুল কুমার বিশ্বাস)

 

যদি শিক্ষার আলো পেয়ে হৃদয় Lyrics

যদি শিক্ষার আলো পেয়ে হৃদয় না হয় আলোকময়
এম.এ. পাশ করিয়া বলো লাভ কি তাতে হয়
যদি কু-ভাবনা কু-চিন্তা সদা মনে জেগে রয়
এম. এ. পাশ করিয়া বলো লাভ কি তাতে হয়।
বাক্যে-কর্মে-চিন্তার মাঝে পবিত্র ভাব ফুটে
কু-চিন্তা,কু-স্বভাবের দোষ না যদি টুটে
যদি ছয় রিপু একসঙ্গে জুটে
করে মানবসত্তার ক্ষয়।
এম. এ. পাশ করিয়া বলো লাভ কি তাতে হয়।
হলে জ্ঞানের আলো স্বার্থের টানে হলে আঁধারে বিলীন
সে শিক্ষা মানব জীবনে অসার অর্থহীন ll
থাকলে আত্মকেন্দ্রিক আত্মার অধীন
হবে শিক্ষার অপচয়।
এম. এ. পাশ করিয়া বলো লাভ কি তাতে হয়।
শিক্ষা তারে কয় না যদি বই পড়ে-বই হয়
চিন্তা শক্তির বিকাশ সাধন তারেই শিক্ষা কয়
না হলে মানবসেবায় গভীর প্রত্যয়
অন্তরে উদয়
এম. এ. পাশ করিয়া বলো লাভ কি তাতে হয়।
কর্তব্য পরায়ণতা-সত্য-উদারতা
আত্মসংযম-ত্যাগ-পরদুঃখকাতরতা
ওরে প্রকৃত শিক্ষার লক্ষণ তা
ভেবে নকুল কয়
এম. এ. পাশ করিয়া বলো লাভ কি তাতে হয়।।

 

Jodi Shikkhar Alo Peye Hridoy Lyrics

Jodi shikkhar alo peye hridoy na hoy alokomoy

M.A. pash koriya bolo labh ki tate hoy

Jodi ku-bhabona ku-chinta shoda mone jege roy

M.A. pash koriya bolo labh ki tate hoy.

Bakye-korme-chintar majhe pobitro bhab fute

Ku-chinta, ku-swobhaber dosh na jodi tute

Jodi chhoy ripu eksonge jute

Kore manobshottar khoy.

M.A. pash koriya bolo labh ki tate hoy.

Hole gyaner alo swarther tane hole andhare bilin

Se shikkha manob jibone oshar orthohin..

Thakle atmokendrik atmar odhin

Hobe shikkhar opochoy.

M.A. pash koriya bolo labh ki tate hoy.

Shikkha tare koy na jodi boi pore-boi hoy

Chinta shoktir bikash shadhon tarei shikkha koy

Na hole manobsebay gobhir prottoy

Ontore udoy

M.A. pash koriya bolo labh ki tate hoy.

Kortobyo porayonota-shotto-udarota

Atto-songjom-tyag-porodukkhokatorota

Ore prokrito shikkhar lokkhon ta

Bhebe Nokul koy

M.A. pash koriya bolo labh ki tate hoy..

গানের মৌলিক তথ্য (Song’s Basic Information)

  • গানের নাম (Song Title): যদি শিক্ষার আলো পেয়ে হৃদয় (Jodi Shikkhar Alo Peye Hridoy)

  • কথা, সুর ও কণ্ঠ (Lyrics, Tune & Vocal): নকুল কুমার বিশ্বাস (Nakul Kumar Biswas)

  • ধরণ (Genre): জীবনমুখী গান / সচেতনতামূলক গান (Jibonmukhi Gaan / Awareness Song)

  • বিষয়বস্তু (Theme): প্রকৃত শিক্ষার সংজ্ঞা ও মূল্যবোধ (Definition of true education and moral values)

 

যদি শিক্ষার আলো পেয়ে হৃদয় লিরিক্স (Jodi Shikkhar Alo Peye Hridoy Lyrics) – নকুল কুমার বিশ্বাস

“যদি শিক্ষার আলো পেয়ে হৃদয়” প্রখ্যাত শিল্পী নকুল কুমার বিশ্বাসের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং জনপ্রিয় জীবনমুখী গান। এই গানে শিল্পী পুঁথিগত বিদ্যা এবং প্রকৃত শিক্ষার মধ্যে পার্থক্য তুলে ধরেছেন।

গানের মূল বক্তব্য হলো, কেবল বড় বড় ডিগ্রি (যেমন এম.এ. পাশ) অর্জন করলেই মানুষ শিক্ষিত হয় না। যদি সেই শিক্ষা মানুষের হৃদয়কে আলোকিত না করে, কু-চিন্তা দূর না করে এবং মানবসেবায় উদ্বুদ্ধ না করে, তবে তা অর্থহীন। শিল্পী জোর দিয়ে বলেছেন যে কর্তব্যপরায়ণতা, সত্যবাদিতা, উদারতা, আত্মসংযম এবং পরদুঃখকাতরতাই হলো প্রকৃত শিক্ষার আসল লক্ষণ।

সমাজ সচেতনতামূলক এই গানটি শ্রোতাদের আত্মোপলব্ধি করতে শেখায় এবং নিছক সনদপত্রের চেয়ে মানবিক মূল্যবোধ অর্জনের প্রতি গুরুত্ব আরোপ করে।

 

গানটি সম্পর্কে কিছু প্রশ্ন ও উত্তর (FAQ about the Song)

প্রশ্ন: “যদি শিক্ষার আলো পেয়ে হৃদয়” গানটির শিল্পী কে? উত্তর: এই শিক্ষামূলক গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী নকুল কুমার বিশ্বাস।

প্রশ্ন: এই গানের মূল বার্তা কী? উত্তর: গানের মূল বার্তা হলো—শুধু পুঁথিগত বিদ্যা বা ডিগ্রি অর্জনই প্রকৃত শিক্ষা নয়; মানবিক গুণাবলী, যেমন—সততা, কর্তব্যপরায়ণতা ও মানুষের পাশে দাঁড়ানোই হলো আসল শিক্ষা।

প্রশ্ন: “এম.এ. পাশ করিয়া বলো লাভ কি তাতে হয়” – লাইনটি কোন গানের? উত্তর: এটি নকুল কুমার বিশ্বাসের “যদি শিক্ষার আলো পেয়ে হৃদয়” গানের একটি বিখ্যাত এবং পুনরাবৃত্ত লাইন (Ghosh)।

প্রশ্ন: “Jodi Shikkhar Alo Peye Hridoy” গানের লিরিক্স কোথায় পাওয়া যাবে? উত্তর: এই পেজেই গানটির সম্পূর্ণ বাংলা লিরিক্স এবং ইংরেজি বা রোমান হরফে (Banglish) লেখা লিরিক্স নির্ভুলভাবে দেওয়া হয়েছে।

Check Also

a logo for keylyrics.com

ওরে দয়াল বাবা তুমি ক্যবলা কাবা Lyrics | Ore Doyal Baba Tumi Kebla Kaba Lyrics

ওরে দয়াল বাবা তুমি ক্যবলা কাবা Lyrics Ore Doyal Baba Tumi Kebla Kaba Lyrics   …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *