Hason Rajai Koy Lyrics | হাছন রাজায় কয় Lyrics

Hason Rajai Koy Lyrics
হাছন রাজায় কয় Lyrics
Hason Raja song

Hason Rajai Koy Lyrics

হাছন রাজায় কয়,
আমি কিছু নয়রে,
আমি কিছু নয়
অন্তরে বাহিরে দেখি,
কেবল দয়াময়।
হইয়াছে লয়।
তুমি বিনে হাছন রাজায়
কিছু না সয়
প্রেম জ্বালায় জ্বইলা মইলাম
আর নাহি সয়
যেদিকে ফিরিয়া চাই,
বন্ধু দয়াময়।
তুমি আমি, আমি তুমি
ছাড়িয়াছি ভয়
উন্মাদ হইয়া হাছন,
নাচিয়া বেড়ায়
হাছন রাজায় কয়,
আমি কিছু নয়রে, আমি কিছু নয়
অন্তরে বাহিরে দেখি, কেবল দয়াময়

হাছন রাজায় কয় Lyrics

হাছন রাজায় কয় (Other Version)

হাছন রাজায় কয়, আমি কিছু নয়রে, আমি কিছু নয়
অন্তরে বাহিরে দেখি, কেবল দয়াময়
প্রেমেরি বাজারে হাছন রাজা হইয়াছে লয়।
তুমি বিনে হাছন রাজায় কিছু না দেখয়
প্রেম জ্বালায় জ্বইলা মইলাম আর নাহি সয়
যেদিকে ফিরিয়া চাই, বন্ধু দয়াময়
তুমি আমি, আমি তুমি ছাড়িয়াছি ভয় ।।
উন্মাদ হইয়া হাছন, নাচিয়া বেড়ায়
হাছন রাজায় কয়, আমি কিছু নয়রে, আমি কিছু নয়
অন্তরে বাহিরে দেখি, কেবল দয়াময়

Share on

1 thought on “Hason Rajai Koy Lyrics | হাছন রাজায় কয় Lyrics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *