Hason Rajai Koy Lyrics
হাছন রাজায় কয় Lyrics
Hason Raja song
Hason Rajai Koy Lyrics
হাছন রাজায় কয়,
আমি কিছু নয়রে,
আমি কিছু নয়
অন্তরে বাহিরে দেখি,
কেবল দয়াময়।
প্রেমেরি বাজারে হাছন রাজা
হইয়াছে লয়।
তুমি বিনে হাছন রাজায়
কিছু না সয়
প্রেম জ্বালায় জ্বইলা মইলাম
আর নাহি সয়
যেদিকে ফিরিয়া চাই,
বন্ধু দয়াময়।
তুমি আমি, আমি তুমি
ছাড়িয়াছি ভয়
উন্মাদ হইয়া হাছন,
নাচিয়া বেড়ায়
হাছন রাজায় কয়,
আমি কিছু নয়রে, আমি কিছু নয়
অন্তরে বাহিরে দেখি, কেবল দয়াময়
হাছন রাজায় কয় Lyrics
হাছন রাজায় কয় (Other Version)
হাছন রাজায় কয়, আমি কিছু নয়রে, আমি কিছু নয়
অন্তরে বাহিরে দেখি, কেবল দয়াময়
অন্তরে বাহিরে দেখি, কেবল দয়াময়
প্রেমেরি বাজারে হাছন রাজা হইয়াছে লয়।
তুমি বিনে হাছন রাজায় কিছু না দেখয়
প্রেম জ্বালায় জ্বইলা মইলাম আর নাহি সয়
যেদিকে ফিরিয়া চাই, বন্ধু দয়াময়
তুমি বিনে হাছন রাজায় কিছু না দেখয়
প্রেম জ্বালায় জ্বইলা মইলাম আর নাহি সয়
যেদিকে ফিরিয়া চাই, বন্ধু দয়াময়
তুমি আমি, আমি তুমি ছাড়িয়াছি ভয় ।।
উন্মাদ হইয়া হাছন, নাচিয়া বেড়ায়
হাছন রাজায় কয়, আমি কিছু নয়রে, আমি কিছু নয়
অন্তরে বাহিরে দেখি, কেবল দয়াময়
উন্মাদ হইয়া হাছন, নাচিয়া বেড়ায়
হাছন রাজায় কয়, আমি কিছু নয়রে, আমি কিছু নয়
অন্তরে বাহিরে দেখি, কেবল দয়াময়

One comment
Pingback: আমারে বন্ধুয়ার মনে নাই Lyrics | Amare Bondhuyar Mone Nai Lyrics (রাধারমণ) - Key Lyrics