এমন মধুমাখা কৃষ্ণ নামে লিরিক্স | Emon Madhu Makha Krishna Naame Lyrics

এমন মধুমাখা কৃষ্ণ নামে লিরিক্স | Emon Madhu Makha Krishna Naame Lyrics

এমন মধুমাখা কৃষ্ণ নামে
Emon Madhu Makha Krishna Naame
হরি ভজন
কথা ও সুর: প্রচলিত

 

এমন মধুমাখা কৃষ্ণ নামে লিরিক্স


[এমন মধুমাখা কৃষ্ণ নামে
আমার মন তো মজে না]-২
[মধুর কৃষ্ণ নামে পাষাণ গলে
মন পাষাণ তো গলে না]-২
মন তো মজে না
এমন মধুমাখা কৃষ্ণ নামে
আমার মন তো মজে না।
[(আমার) মন যদি বৈরাগী হইতো
রাধা-কৃষ্ণের নামটি লইতো গো]-২
[সদাই কৃষ্ণ নামে মন মজিত
দেহে কামগন্ধ র‌ইতো না]-২
মন তো মজেনা
এমন মধুমাখা কৃষ্ণ নামে আমার
মন তো মজেনা।
হায় হায় মন হইয়াছে উড়াল পাখি
কেমনে বুঝাইয়া রাখি গো?
আমার মন হইয়াছে উড়াল পাখি
কেমনে বুঝাইয়া রাখি গো
[আমার কুপথে মন সদাই চলে
সুপথে মন চলে না]-২
মন তো মজেনা
এমন মধুমাখা কৃষ্ণ নামে আমার
মন তো মজে না।
[হায় হায় শোন রে ভাই মন ব্যাপারী
সময় থাকতে ধইরো পাড়ি রে]-২
[জয় রাধার নামে বাদাম দিলে
(মন তোর) খেয়ার কড়ি লাগবে না]-২
মন তো মজে না
এমন মধুমাখা কৃষ্ণ নামে আমার
মন তো মজে না
[মধুর কৃষ্ণ নামে পাষাণ গলে
মন পাষাণ তো গলে না]-২
মন তো মজে না
এমন মধুমাখা কৃষ্ণ নামে
আমার মন তো মজে না।

 

Emon Madhu Makha Krishna Naame Lyrics

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *