দিদিকে খুন করেছে দিদিকে গুম করেছে
Didi Ke Khun Koreche Didi Ke Gum Koreche
ছায়াছবি-লাল পান বিবি
শিল্পী-অলকা ইয়াগনিক,
অভিজিৎ ভট্টাচার্য
দিদিকে খুন করেছে দিদিকে গুম করেছে
হো হো দিদিকে খুন করেছে,দিদিকে গুম করেছে
দিদিকে খুন করেছে দিদিকে গুম করেছে
খুন করেছে,গুম করেছে,যাও নিয়ে যাও প্রাণ।
জামাইবাবু শ্রীমান তোমার নয়ন বেইমান।।
আমাকে খুন করেছে,আমাকে গুম করেছে।।
খুন করেছে,গুম করেছে,নিয়ে নেনা জান
ও শালী কথা আমার মান,তোর দিদি আমার জান
শালী কথা আমার মান,তোর দিদি আমার জান।
সা সা সা সারে সারে রে রে রে রেগা
সা সা সা নিসা পা পামা পামা নিধা নিপা
আ আ আ আ আ আ
খুন করেও ঘুরছে পাখা,মেলে যে ভোমর,
প্রেমের বাজ ভেঙে পড়ে মাথাতে আমার।।
আমার মান নিয়েছে,আমার জান নিয়েছে
মান পেরে জান পেরে,সে যে অজানা।
ও শালী কথা আমার মান,তোর দিদি আমার জান
শালী কথা আমার মান,তোর দিদি আমার জান
দিদিকে খুন করেছে,দিদিকে গুম করেছে
আমাকে খুন করেছে,আমাকে গুম করেছে হে হে।
সা সা সা সারে সারে রে রে রে রেসা
সা সা সা (রেপা) পা পামা (গামা) নিধা নিপা
আ আ আ আ আ আ
আমিও জানি তোমার কথার কত যে ওজন,
চোরকে ছেড়ে খুনীকে করেছ আপন।।
তুমি বেইমান সেপাই,তোমার তো জোড়া যে নাই
জোড়া রে নাই জোড়া রে নাই,ও আমার সেপাই।
জামাইবাবু শ্রীমান তোমার নয়ন বেইমান।।
আমাকে খুন করেছে,আমাকে গুম করেছে
হো দিদিকে খুন করেছে দিদিকে গুম করেছে
খুন করেছে,গুম করেছে,যাও নিয়ে যাও প্রাণ।
জামাইবাবু শ্রীমান তোমার নয়ন বেইমান
ও শালী কথা আমার মান,তোর দিদি আমার জান।
আ আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ আ