Chandana Koriya Kala Ange Mekhechi Lyrcis | চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি লিরিক্স

 

Chandana Koriya Kala Ange Mekhechi Lyrcis

চন্দন করিয়া কালা অঙ্গে মেখেছি লিরিক্স

Songo Chara Kore Sokhi Lyrics

সঙ্গছাড়া করে সখি লিরিক্স

 

Chandana Koriya Kala Ange Mekhechi Lyrcis

সঙ্গছাড়া করে সখি, করবি আমার কি?
চন্দন(ও) করিয়া কালা, অঙ্গে মেখেছি।

কালা আমার হাতের কাঁকন
কালা গলার হার
কালা আমার নীল যমুনায়
নিকষ (ও) আঁধার।

কালা আমার চিকন কেশে, বিনোদ বেণীটি।
চন্দন (ও) করিয়া কালা অঙ্গে মেখেছি।

(বিন্দে বলে, আজকে তুমি, এমন কেন রাই?
আজ তো , বাঁশি বাজায়নি ঐ, বেহায়া কানাই।)২

কালা আমার পাকের আগুন,
কালা চুলার ছাই।
অষ্টপ্রহর তাই তো বাঁশি
শুনতে আমি পাই।

সকল জ্বালার বড়ো জ্বালা, কালার পিরীতি।

চন্দন(ও) করিয়া কালা অঙ্গে মেখেছি।

আধেক রাতে ননদিনী জাগছে পাহারা তে
জানেনা তো রাত কাটালো কালা আমার সাথে।

সঙ্গ ছাড়ে যদি কালা অঙ্গ ছাড়ে না
কোনো শাসন কোনো বাঁধন বাঁধতে পারে না।

কালা আমার হাতের কাঁকন
কালা গলার হার
কালা আমার নীল যমুনায়
নিকষ (ও) আঁধার।

কালা আমার চিকন কেশে, বিনোদ বেণীটি।

চন্দন (ও) করিয়া কালা অঙ্গে মেখেছি।

 

Song : Sango Chara Kore Sokhi
সঙ্গছাড়া করে সখী

Singer : Sarojini Ghosh
Lyrics : Ritam Sen
Composition & Music Arrangement : Devjit Roy
Khol/ Khanjira & percussion : Uday Mukherjee
Flute : Susanta Nandy ( Bubai)
Rhythm & Bass Guitar : Raja Chowdhury
Dotara : Rohit Roy captain
Song programming : Tamal Chakraborty
Record, Mixed & Master By G.Deb At S V CREATIVE STUDIO ( kolkata)
cinematography and editing: Sudip Banerjee
thumbnail and poster design: Anupam Das

 

আধেক রাতে ননদিনী লিরিক্স

আধেক রাতে ননদিনী জাগছে পাহারা তে
জানেনা তো রাত কাটালো কালা আমার সাথে।

সঙ্গ ছাড়ে যদি কালা অঙ্গ ছাড়ে না
কোনো শাসন কোনো বাঁধন বাঁধতে পারে না।

কালা আমার হাতের কাঁকন
কালা গলার হার
কালা আমার নীল যমুনায়
নিকষ (ও) আঁধার।

কালা আমার চিকন কেশে, বিনোদ বেণীটি।

চন্দন (ও) করিয়া কালা অঙ্গে মেখেছি।

 

Adhek Rate Nonodini Lyrics

আধেক রাতে ননদিনী জাগছে পাহারা তে
জানেনা তো রাত কাটালো কালা আমার সাথে।

সঙ্গ ছাড়ে যদি কালা অঙ্গ ছাড়ে না
কোনো শাসন কোনো বাঁধন বাঁধতে পারে না।

কালা আমার হাতের কাঁকন
কালা গলার হার
কালা আমার নীল যমুনায়
নিকষ (ও) আঁধার।

কালা আমার চিকন কেশে, বিনোদ বেণীটি।

চন্দন (ও) করিয়া কালা অঙ্গে মেখেছি।

 

Songo Chara Kore Sokhi Lyrics

সঙ্গছাড়া করে সখি লিরিক্স

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *