বুলবুলি ও বুলবুলি
Bulbuli O Bulbuli
বাংলা ভার্সন:
ছায়াছবি: আন্টি নং ১(হিন্দি)
শিল্পী: উদিত নারায়ণ ও
অলকা ইয়াগনিক
বুলবুলি ও বুলবুলি
[বুলবুলি ও বুলবুলি,
জানিনা তো কোনখানে]-২
হারিয়েছে আমার এই মন
তারি খবর কে জানে।।
বুলবুলারে বুলবুলা
মিষ্টি প্রেমের বাঁধনে
মনটা যে তাই এই বুকেতে
অাছে বড় যতনে
বুলবুলিরে বুলবুলি
জানিনা তো কোনখানে
হারিয়েছে আমার এই মন
তারি খবর কে জানে।
মন যেন তার নীল আকাশে
উড়ে চলা পাখি,
প্রেমেরই শিকল পড়ে এই প্রাণ
এই বুকে ধরে রাখি।
মনতো ছিলো ইচ্ছামত
বয়ে চলা নদী
কী করে আজ থাকিরে বল
আনচান তান যদি
বুলবুলিরে বুলবুলি
জানিনা তো কোনখানে
হারিয়েছে আমার এই মন
তারি খবর কে জানে
বুলবুলারে বুলবুলা
মিষ্টি প্রেমের বাঁধনে
মনটা যে তাই এই বুকেতে
অাছে বড় যতনে
বুলবুলিরে বুলবুলি
জানিনা তো কোনখানে
হারিয়েছে আমার এই মন
তারি খবর কে জানে।
মনটা যদি নিলে তবে
কেন দূরে থাকে যে,
বলোনা সে আরো কাছে
পাবো তারে কী করে?
কিছু কিছু কথা আছে
মুখে বলা বলা যায়না তা
লুকোচুরি ঈশারাতে
বুঝে নিতে হয় যে তা
[বুলবুলি ও বুলবুলি
জানিনা তো কোনখানে]-২
হারিয়েছে আমার এই মন
তারি খবর কে জানে
বুলবুলিরে বুলবুলি
জানিনা তো কোনখানে
হারিয়েছে আমার এই মন
তারি খবর কে জানে।
বুলবুলারে বুলবুলা
মিষ্টি প্রেমের বাঁধনে
মনটা যে তাই এই বুকেতে
অাছে বড় যতনে।