Lyrics

ভালোবাসবো বাসবো রে বন্ধু | Bhalobasbo Basbore bondhu lyrics

ভালোবাসবো বাসবো রে বন্ধু | Bhalobasbo Basbore bondhu lyrics
শিরোনামঃ ভালোবাসবো বাসবো রে বন্ধু
শিল্পীঃ হাবিব ওয়াহিদ
অ্যালবামঃ হৃদয়ের কথা
সুরকারঃ হাবিব ওয়াহিদ
গীতিকারঃ জুয়েল মাহমুদ

Bhalobasbo Basbore bondhu lyrics in Bangla

ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে
আমার মনের ঘরে চাঁন্দের আলো চুইয়া চুইয়া পড়ে,
পুষে রাখবো রাখবো রে বন্ধু তোমায় যতনে
ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে ।।
দুধে আলতা গায়ের বরণ রূপ যে কাঁঞ্চা সোনা
আচঁল দিয়া ঢাইকা রাইখো চোখ যেন পড়ে না,
আমি প্রথম দেখে পাগল হইলাম
মন তো আর মানে না,
কাছে আইসো আইসো রে বন্ধু প্রেমের করণে
ভালোবাইসো বাইসো রে বন্ধু আমায় যতনে ।।
নিশি ভোরে জোনাক নাচে মনের গহীন বনে
স্বপ্ন দেখ বন্ধু তুমি নিগুঢ় আলিঙ্গনে,
তোমায় মায়া দিলাম সোহাগ দিলাম
নিলাম আপন করে,
পাশে থাকব থাকব রে বন্ধু তোমার কারণে
ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে ।।

Bhalobasbo Basbore bondhu lyrics in English

Bhalobasbo basbore bondhu tomay jotone
amar moner ghore chander alo chuiya chuiya pore
pushe rakhbo rakhbore bondhu tomay jotone
bhalo basbo basbore bondhu tomay jotone.

ভালোবাসবো বাসবো রে বন্ধু

ভালোবাসবো, বাসবো রে, বন্ধু, তোমায় যতনে
আমার মনের ঘরে চান্দের আলো চুইয়া চুইয়া পড়ে
পুষে রাখবো, রাখবো রে, বন্ধু, তোমায় যতনে
ভালোবাসবো, বাসবো রে, বন্ধু, তোমায় যতনে

দুধে আলতা গায়ের বরন, রূপ যে কাঁচা সোনা
আঁচল দিয়া ঢাইকা রাইখো, চোখ যেন পড়ে না
দুধে আলতা গায়ের বরন, রূপ যে কাঁচা সোনা
আঁচল দিয়া ঢাইকা রাইখো, চোখ যেন পড়ে না

আমি প্রথম দেখে পাগল হইলাম
মন তো আর মানে না

কাছে আইসো, আইসো রে, বন্ধু, প্রেমের কারণে
ভালোবাইসো, বাইসো রে, বন্ধু, আমায় যতনে

নিশি ভোরে জোনাক নাচে মনের গহীন বনে
স্বপ্ন দেখাও, বন্ধু, তুমি নিগূঢ় আলিঙ্গনে
নিশি ভোরে জোনাক নাচে মনের গহীন বনে
স্বপ্ন দেখাও, বন্ধু, তুমি নিগূঢ় আলিঙ্গনে

তোমায় মায়া দিলাম, সোহাগ দিলাম
নিলাম আপন করে

পাশে থাকব, থাকব রে, বন্ধু, তোমার কারণে
ভালোবাসবো, বাসবো রে, বন্ধু, তোমায় যতনে

ভালোবাসবো, বাসবো রে, বন্ধু, তোমায় যতনে
ভালোবাসবো, বাসবো রে, বন্ধু, তোমায় যতনে
ভালোবাসবো, বাসবো রে, বন্ধু, তোমায় যতনে

Check Also

Oi Chobita Takiye Ache Lyrics

ওই ছবিটা তাকিয়ে আছে Lyrics | Oi Chobita Takiye Ache Lyrics

ওই ছবিটা তাকিয়ে আছে Lyrics Oi Chobita Takiye Ache Lyrics     ওই ছবিটা তাকিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *