ভালোবাসা কোনোদিনও | Bhalo Basha Konodino

ভালোবাসা কোনোদিনও
Bhalo Basha Konodino
Jab Jab Pyar Pe Pehra Hua Hai
जब जब प्यार पे पहरा हुआ
জব জব প্যায়ার পে পেহেরা হুআ
ছবি: সড়ক (হিন্দী)
শিল্পী: কুমার শানু,অনুরাধা পড়োওয়াল
শিল্পী: ইন্দ্রজিৎ (বাংলা ভার্সন)

 

Bhalo Basha Konodino


ও ভালোবাসা কোনোদিনও পাহারা মানেনা
প্রেম কারো পরোয়া পরোয়া পরোয়া পরোয়া করেনা
সেই প্রেম করতে যেজন চায় ও ও ও
সেই প্রেম করতে যেজন চায়
তারে কেউ বাধা আর দিওনা
[ওই প্রেমে পরীক্ষা নিওনা]-২
হো তার চলার পথে আর চোরকাঁটা হইও না
ওই প্রেমে পরীক্ষা নিওনা
ভালোবাসা কোনোদিনও পাহারা মানেনা।
শ্রাবণ তো ঝরেই যাবে
ওই বিজলী তো চমকাবে
[কেউ থামাতে আর পারবে কি ?]-২
ফুল ফোটটেই যাবে ওই পাখি গেয়েই যাবে
[কেউ থামাতে আর পারবে কি ?]-২
ওই সুন্দর স্বপ্ন কখনো ও ও ও
ওই সুন্দর স্বপ্ন কখনো
কেউ ভেঙে দিতে চেয়োনা
[ওই প্রেমে পরীক্ষা নিওনা]-২
ভালোবাসা কোনোদিনও পাহারা মানেনা।
পিরিতি তো আছে থাকবে
স্মৃতি তো পিছু ডাকবে
[সেই বাধন বলো খুলবে কে ?]-২
শুভদৃষ্টি রয়ে যাবে
কথা মিষ্টি রয়ে যাবে
[সেই হারানো দিন ভুলবে কে ?]-২
সেই স্বর্গ সুখেরই ছবিকে হো হো হো
সেই স্বর্গ সুখেরই ছবিকে
কেউ মুছে দিতে যেওনা
[ওই প্রেমে পরীক্ষা নিওনা]-২
ভালোবাসা কোনোদিনও পাহারা মানেনা।
প্রেম কারো পরোয়া পরোয়া পরোয়া পরোয়া করিনা
সেই প্রেম করতে যেজন চায় হো হো হো
সেই প্রেম করতে যেজন চায়
তারে কেউ বাধা আর দিওনা
[ওই প্রেমে পরীক্ষা নিওনা]-২
তার চলার পথে আর চোরকাঁটা হইও না
ওই প্রেমে পরীক্ষা নিওনা
ভালোবাসা কোনোদিনও পাহারা মানেনা।
আ আ আ আ আ আ আ আ
আ আ আ আ আ আ আ আ
ও হো হো ও ও ও ও হো

 

ভালোবাসা কোনোদিনও

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *