আমি কি হেরিলাম নিশিস্বপনে Lyrics
Ami Ki Herilam Nishiswapone Lyrics
আমি কি হেরিলাম নিশিস্বপনে
আগমনী গান
দুর্গা পূজার গান
আমি কি হেরিলাম নিশিস্বপনে Lyrics
আমি কি হেরিলাম নিশিস্বপনে
গিরিরাজ অচেতন কত না ঘুমাও হে,
এই এখনি শিয়রে ছিল
গৌরী আমার কোথায় গেল গো,
হে, আধো আধো মা বলিয়ে, বিধুবদনে।
মনের তিমিরনাশি, উদয় হইল আসি
বিতরে অমৃতরাশি, সুললিত বচনে,
অচেতনে পেয়ে নিধি, চেতনে হারালাম গিরি
ধৈরয না ধরে মম জীবনে।
আর শুন অসম্ভব, চারিদিগে শিবারব; হে!
তার মাঝে আমার উমা, একাকিনী শ্মশানে,
বল কি করিব আর, কে আনিবে সমাচার
না জানি মোর গৌরী আছে কেমনে।
কমলাকান্তের বাণী, পুণ্যবতী গিরিরাণি, গো!
যেরূপ হেরিলে তুমি অনায়াসে শয়নে,
ও পদপঙ্কজ লাগি, শঙ্কর হৈয়েছে যোগী
হর-হৃদিমাঝে রাখে, অতি যতনে।