আমি কি হেরিলাম নিশিস্বপনে Lyrics | Ami Ki Herilam Nishiswapone Lyrics

আমি কি হেরিলাম নিশিস্বপনে Lyrics

Ami Ki Herilam Nishiswapone Lyrics

আমি কি হেরিলাম নিশিস্বপনে
আগমনী গান
দুর্গা পূজার গান

 

 

আমি কি হেরিলাম নিশিস্বপনে Lyrics



আমি কি হেরিলাম নিশিস্বপনে
গিরিরাজ অচেতন কত না ঘুমাও হে,
এই এখনি শিয়রে ছিল
গৌরী আমার কোথায় গেল গো,
হে, আধো আধো মা বলিয়ে, বিধুবদনে।

মনের তিমিরনাশি, উদয় হইল আসি
বিতরে অমৃতরাশি, সুললিত বচনে,
অচেতনে পেয়ে নিধি, চেতনে হারালাম গিরি
ধৈরয না ধরে মম জীবনে।

আর শুন অসম্ভব, চারিদিগে শিবারব; হে!
তার মাঝে আমার উমা, একাকিনী শ্মশানে,
বল কি করিব আর, কে আনিবে সমাচার
না জানি মোর গৌরী আছে কেমনে।

কমলাকান্তের বাণী, পুণ্যবতী গিরিরাণি, গো!
যেরূপ হেরিলে তুমি অনায়াসে শয়নে,
ও পদপঙ্কজ লাগি, শঙ্কর হৈয়েছে যোগী
হর-হৃদিমাঝে রাখে, অতি যতনে।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *