অটো মেটিক কলের মেশিন এই দেহ সবার | Autometic Koler Meshin Ei Deho Sobar | Keylyrics

অটো মেটিক কলের মেশিন এই দেহ সবার
Autometic Koler Meshin Ei Deho Sobar
Keylyrics
দূর্বিন শাহ
অটো মেটিক কলের মেশিন এই দেহ সবার
টেকনিক্যালের
হেডমেস্তরী আপনি হলেন ফিটার
খুদে খোদা হেড মেস্তরী,চাইর
জনা তাঁর কমচারী
ষোলজন আছেন প্রহরী,পাঁচ জনা তার
প্যাসেঞ্জার
টু হানড্রেড সিক্র পাটসের ধারা,এ
মেশিনটা করছে খাড়া
বাহাত্তর হাজার তারের
জোরা,চতুঃপাশে ফিট লেদার
মন রে লাইন বে-লাইন সদায়
চলে,দিনে তিনবার
কয়লা দিলে
ধু-ধু করে আগুন
জলে,মাঝখানে আছে বয়লার
ইলেট্রিক কারেন্টের
বলে,ললাটে লাইট জলে
সেন্টার হইতে আগ-
দুয়ারে সবদা চলে ওয়েদার
মন রে,হাট পেন্ডের ঘড়ির
কাঁটা,ভিতরে তার চৌদ্দ
কোঠা
কোঠায় কোঠায় নক্রা কাঁটা,তার
মধ্যে আছে পোষ্টার
চাবি দিয়া মেইন
গেটে,গেলে পরে ইনসাইডে
দেখতে পাবে চিএপটে,সমস্ত ওয়াল্ডের
পিকচার
মন রে হেড
কোয়াটারে চাইরটা থানা,অফিসার
আছে চাইর জনা
কমক্ষেতে দিছে হানা,যেমন
সে ওভারসিয়ার,
কেহ দেখে কেহ শুনে, কেহ বসে বায়ু
টানে,
আরেকজন আছে জবানে,ওরা দেহের
হেড ওয়াকার
মন রে,জ্ঞান ম্যাজিস্ট্রেট হেড
কোয়াটারে,কোটে বসে হিয়ারিং করে
এ্যাপ্লিকশন মেইন পেশকারে,মুভ
করে সে বারে বারে
দুই ধারে দুই ইস্নপেক্টর,লেখে
আমলনামা লেটার রিপোট দাখিল
করবেন সেবার,যেদিন হবে মূল বিচার
মন রে,মেশিন যখন পুরান হবে,কলকবজায়
জঙ্গার ধরবে
মাটিতে পড়িয়া রবে,ছাড়িয়া যাবে ড্রাইভার
মেস্তরী আর কমচারী,সবই যেদিন
যাবে ছাড়ি
দূর্বিন শাহ বাহা দূরী,এ ভবে রবে না আর…
অটো মেটিক কলের মেশিন এই দেহ সবার  Autometic Koler Meshin Ei Deho Sobar  Keylyrics

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *