ভজ মুরশিদের কদম এই বেলা
Bhojo Murshider Kadam Ei Bela
Lalon Fakir
ফকির লালন সাঁই
ভজ মুরশিদের কদম এই বেলা ।
চার পিয়ালা হৃদ-কমলে
ক্রমে হবে উজালা ।।
নবীজীর খান্দানেতে
পিয়ালা চার মতে
জেনে নেও দিন থাকিতে
ওরে আমার মন-ভোলা ।।
কোথায় হায়াত-নদী
ধারা বয় নিরবধি
সে ধারা ধরবি যদি
দেখবি অটলের খেলা ।।