তুমি আল্লাহ্ নাকি গড ভগবান | Tumi Allah Naki God Bhagaban | Nakul Kumar Biswas

তুমি আল্লাহ্ নাকি গড ভগবান
Tumi Allah Naki God Bhagaban
Nakul Kumar Biswas
শিল্পী: অর্জুন ক্ষ্যাপা
কথা ও সুর: নকুল কুমার বিশ্বাস
তুমি আল্লাহ্ নাকি গড ভগবান
কি নামে করি আহ্বান
যীশু তোমার কি গুন গাই
দয়া করে বল একবার জগত সাঁই।।
আমি গীতার পাতায় দেখি
তোমার নাম,আর ভগবান
অপর নামটি আল্লামালেক
বলতেছেন কুরআন।
আমি গীতার পাতায় দেখি
তোমার নাম ভগবান
অপর নামটি আল্লামালেক
বলতেছেন কুরআন।
আবার গড ভিন্ন সবি ভ্রান্ত,
বাইবেল দিল এই সিদ্ধান্ত
গড ভিন্ন সবি ভ্রান্ত,
বাইবেল দিল এই সিদ্ধান্ত
কেমনে হে বিশ্বকান্ত।।।
তোমার কাছে যাই;
দয়া করে বল একবার জগত সাঁই।।
রাধা কৃষ্ণ বাধা হইল,
ভজিতে বিশ্ব নবী,
আমি আঁকিলাম না,
দিলের খাতায়,
সেই রাধা কৃষ্ণের ছবি।।
তুমি হও নাকি সেই ঈশার পিতা,
নাকি মুহম্মদের মিতা।।
ভজিব কি শ্রীরাম সীতা
আমি ভজিব কি শ্রীরাম সীতা
ভজিব কি শ্রীরাম সীতা
নাকি বৌদ্ধ ছলঙ্গ তাই।
দয়া করে বল একবার জগত সাঁই।।
আমি তুচ্ছ করলাম ত্রিপিটক কথা,
অমান্য করলাম কোরআন,
আমি মানি নাই বাইবেলের বানী,
শুনি নাই বেদের বিধান।।
আমি মোহাম্মদকে যদি মানি,
শ্রীকৃষ্ণ হয় অপমানী।।
আবার বুদ্ধদেবের শুদ্ধ বানী
বুদ্ধদেবের শুদ্ধ বানী
কারে দেই হৃদয়ে ঠাঁই।
দয়া করে বল একবার জগত সাঁই।।
তুমি আল্লাহ্ নাকি গড ভগবান।।
কি নামে করি আহ্বান
যীশু তোমার কি গুন গাই
দয়া করে বল একবার জগত সাঁই।।
আর ইসলাম বলে আল্লাহর নামে
দুম্বা উট দাও কোরবানী
আবার জীবহত্যা মহাপাপ
শুনেছি বুদ্ধের বানী।
বেদের পাতায় যাহা আরাম,
কোরআনে তা বলছে হারাম।।
আমি দ্বন্দ ভুগে অন্ধ হলাম।।
তোমার নকুলের বেদনা তাই
দয়া করে বল একবার জগত সাঁই।।
তুমি আল্লাহ্ নাকি গড ভগবান  Tumi Allah Naki God Bhagaban  Nakul Kumar Biswas

Check Also

a logo for keylyrics.com

সরল মনে এতোই দু:খ দিলে বন্ধু রে Lyrics | Sorol Mone Etoy Dukkho Dile Bondhu Re Lyrics

সরল মনে এতোই দু:খ দিলে বন্ধু রে Lyrics Sorol Mone Etoy Dukkho Dile Bondhu Re …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *