Jodi Himaloy Hoye | যদি হিমালয় হয়ে

Jodi Himaloy Hoye

যদি হিমালয় হয়ে
Singer : Khalid
Lyrics & Tune : Prince Mahmud
Album : Devi
Label : Gaanchill Music

Jodi Himaloy Hoye

যদি হিমালয় হয়ে দুঃখ আসে
এ হৃদয়ে সে কিছু নয়
শত আঘাতেও নিঃস্ব যে হাত
তার আবার হারানোর ভয়
যদি হিমালয় হয়ে দুঃখ আসে
এ হৃদয়ে সে কিছু নয়
শত আঘাতেও নিঃস্ব যে হাত
তার আবার হারানোর ভয়
কি ভুলে আমি এত সয়েছি যে ব্যাথা
কি করে ভুলেছি অতীতের কথা
কি ভুলে আমি এত সয়েছি যে ব্যাথা
কি করে ভুলেছি অতীতের কথা
জানতেও পারবে না কেউ তা
জানতেও পারবে না কেউ তা
প্রশ্ন করো না কেন হৃদয় দুঃখেরও হিমালয়
প্রশ্ন করো না ভিসুভিয়াস এ বুকে কেন জ্বলে রয়
প্রশ্ন করো না কেন হৃদয় দুঃখেরও হিমালয়
প্রশ্ন করো না ভিসুভিয়াস এ বুকে কেন জ্বলে রয়
বেহাগের সুরে সুখ গিয়ে দূরে
আসে অশুভ বারতা
কি ভুলে আমি এত সয়েছি যে ব্যাথা
কি করে ভুলেছি অতীতের কথা
কি ভুলে আমি এত সয়েছি যে ব্যাথা
কি করে ভুলেছি অতীতের কথা
জানতেও পারবে না কেউ তা
জানতেও পারবে না কেউ তা
দল বেধে সব দুঃখ আসে
মৌন প্রেমের সর্বনাশে
ভোরের শিশির শুকোবে জেনেই
তপ্ত রোদ হাসে
দল বেধে সব দুঃখ আসে
মৌন প্রেমের সর্বনাশে
ভোরের শিশির শুকোবে জেনেই
তপ্ত রোদ হাসে
বেহাগের সুরে সুখ গিয়ে দূরে
আনে অশুভ বারতা
কি ভুলে আমি এত সয়েছি যে ব্যাথা
কি করে ভুলেছি অতীতের কথা
কি ভুলে আমি এত সয়েছি যে ব্যাথা
কি করে ভুলেছি অতীতেরও কথা
জানতেও পারবে না কেউ তা
জানতেও পারবে না কেউ তা

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *