আহা কেনে পরের সোনা দিলাম কানে | Aha Keno Porer Sona Dilam Kane

আহা কেনে পরের সোনা দিলাম কানে
Aha Keno Porer Sona Dilam Kane
ছায়াছবি: প্রহরী (১৯৭৯)
কথা: মুকুল দত্ত
সুর: স্বপন-জগমোহন
কণ্ঠ: আশা ভোঁসলে ও কিশোর কুমার

 

আহা কেনে পরের সোনা দিলাম কানে

হো হো,হো হো হো,হো,হো হো,হো হো
[আহা কেনে পরের সোনা দিলাম কানে
হেঁচকা টানে নিলো রে]-২
জান গেল মান গেল পিরিতির ফাঁদে
মন গেল প্রাণ গেল হাত দিয়া চাঁদে
হে হে হে হে হে হে হে
[আহা যদি ভাঙলি হাঁড়ি হাটের মাঝে
এবার সামাল দে না রে]-২
ভাঙা বেড়া দেখালি রে শেয়ালকে তুই নিজে
চোর এলো তোর ঘরে ভাঙা কপাট খুঁজে,
আহা কেনে পরের সোনা দিলাম কানে
হেঁচকা টানে নিলো রে
হে আহা যদি ভাঙলি হাঁড়ি হাটের মাঝে
এবার সামাল দে না রে!
গড় করি হে তোমার পায়
তুমি আমার মনে এসো না
মুখে কালি দিলো লোকে
তুমি আর ভালোবেসো না।
কালি দিয়া আঁকো রসকলি সই
পাকা ধানে ওহে দিওনা গো মই
যার বিয়া তার ওরে কোন হুশ নাই
পড়শির তবে কেন চোখে ঘুম নাই
হে হে (হে) হে হে (হে) হে
(আহা কেনে পরের সোনা দিলাম কানে
হেঁচকা টানে নিলো রে)
আহা যদি ভাঙলি হাঁড়ি হাটের মাঝে
এবার সামাল দে না রে!
কলঙ্কেরও ফুল বাগানে
হায় রে থাকে ভালোবাসা!
রসবতী চুপিসারে দে
যে থাকো রে যাওয়া আসা
কাজ নেই আর অত রসে গো
লাভ নাই আর পথে বসে গো
ঘরও যাবে পথও যাবে যাবে রে জীবন
তুমিও নাই আমিও নাই,নাই গো বৃন্দাবন
হে হে হে হে হে হে হে হে হে হে
আহা কেনে পরের সোনা দিলাম কানে
হেঁচকা টানে নিলো রে,
আহা যদি ভাঙলি হাঁড়ি হাটের মাঝে
এবার সামাল দে না রে!
করতে এসে চুরি এখন
লাগছে আমার মনে বড় ভয়
সোজা পথে চলব আমি
এ পথ যেন আমার নয়!
ভগবানের ঘরে দিয়াছি সিঁধ রে,
নিয়া যাবই তারে গায়ের জোরে
পড়ে রবে ভাঙা দেউল দিবে লোকে গালি
তোর নিলো ভগবানে দিয়া চোখে বালি
আহা কেনে পরের সোনা দিলাম কানে
হেঁচকা টানে নিলো রে
হে আহা যদি ভাঙলি হাঁড়ি হাটের মাঝে
এবার সামাল দে না রে
মন গেল প্রাণ গেল হাত দিয়া চাঁদে
চোর এলো তোর ঘরে ভাঙা কপাট খুঁজে
আহা কেনে পরের সোনা দিলাম কানে
হেঁচকা টানে নিলো রে
হে হে আহা যদি ভাঙলি হাঁড়ি হাটের মাঝে
এবার সামাল দে না রে!
(আহা কেনে পরের সোনা দিলাম কানে
হেঁচকা টানে নিলো রে
আহা যদি ভাঙলি হাঁড়ি হাটের মাঝে
এবার সামাল দে না রে
আহা কেনে পরের সোনা দিলাম কানে
হেঁচকা টানে নিলো রে
আহা যদি ভাঙলি হাঁড়ি হাটের মাঝে
এবার সামাল দে না রে!)

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *