আমি তো বন্ধু মাতাল নই | Ami To Bondhu Matal Noi

আমি তো বন্ধু মাতাল নই

Ami To Bondhu Matal Noi

গানের কথাঃ আমিতো বন্ধু মাতাল নই…
গীতিকারঃ গাজী মাজহারুল আনোয়ার,
সুরকারঃ আনোয়ার পারভেজ,
মূলশিল্পীঃ আব্দুল জব্বার,
চলচ্চিত্রঃ বেঈমান (২৮/০৬/১৯৭৪ইং),
শ্রেষ্ঠাংশেঃ রাজ্জাক/কবরী প্রমুখ,
পরিচালকঃ রুহুল আমিন।
(গানটি রেডিও ভার্সন- কৃতজ্ঞতা জানাই আরশাদ আলী ভাইকে)
—————

আমি তো বন্ধু মাতাল নই

আমি তো বন্ধু মাতাল নই,মানুষ যদি মোরে নাই বলো,
বেঈমান বলো বেঈমান,

আমিতো বন্ধু মাতাল নই,মানুষ যদি মোরে নাই বলো,
বেঈমান বলো বেঈমান,

পারোতো বন্ধু বুকে আরো,আগুন জ্বালো,
আরো জ্বালো,বেঈমান বলো বেঈমান,

আমিতো বন্ধু মাতাল নই,

এই আমিতো পুরানো আমি,একটি মৃত ছায়া…
হৃদয়ে আমার রয়েছে জমা,যতোছিল স্নেহ-মায়া,
এই আমিতো পুরানো আমি,একটি মৃত ছায়া…
হৃদয়ে আমার রয়েছে জমা,যতোছিল স্নেহ-মায়া,
বেঁচে আছি তাই বলে আজ,তোমরা সবাই বলো,
বেঈমান বলো,বেঈমান বলো,বেঈমান বলো বেঈমান,
আমিতো বন্ধু মাতাল নই,মানুষ যদি মোরে নাই বলো,
বেঈমান বলো বেঈমান,

জীবন থেকে পালিয়ে বেড়াই,তবু কেন মনে পড়ে?
হারানো ব্যথার স্মৃতিগুলি আজ,মনেপড়ে বারে বারে!
জীবন থেকে পালিয়ে বেড়াই,তবু কেন মনে পড়ে?
হারানো ব্যথার স্মৃতিগুলি আজ,মনেপড়ে বারে বারে!
বেঁচে আছি তাই বলে আজ,তোমরা সবাই বলো,
বেঁচে আছি তাই বলে আজ,তোমরা সবাই বলো,
বেঈমান বলো,বেঈমান বলো,বেঈমান বলো বেঈমান,
আমিতো বন্ধু মাতাল নই,মানুষ যদি মোরে নাই বলো,
বেঈমান বলো বেঈমান,

পারোতো বন্ধু বুকে আরো,আগুন জ্বালো,
আরো জ্বালো,বেঈমান বলো বেঈমান,
বেঈমান বলো বেঈমান,
বেঈমান বলো বেঈমান…

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *