ষড়্ দর্শনে না পায় দরশন কে জানে কালী কেমন

কে জানে কালী কেমন(২)
ষড়্ দর্শণে না পায় দরশন
কে জানে কালী কেমন
কালী পদ্মবনে হংস-সনে,
হংসীরুপে করে রমণ।
মূলাধারে সহস্রারে,
সদা যোগী করে মনন
ষড়্ দর্শনে না পায় দরশন
কে জানে কালী কেমন(২)

আত্মারামের আত্মা কালী,
প্রমাণ প্রনবের মতন(২)
ঘটে ঘটে বিরাজ করেন,
ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন
ষড়্ দর্শনে না পায় দরশন
কে জানে কালী কেমন

মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভান্ড,
প্রকান্ড তা জান কেমন(২)
শিব জেনেছেন কালীর মর্ম,
অন্য কেবা জানে তেমন
ষড়্ দর্শনে না পায় দরশন
কে  জানে কালী কেমন(২)

প্রসাদ ভাষে লোকে হাসে,
সন্তরণে সিন্দু তরণ(২)
(আমার)মন বুঝেছে প্রাণ বুঝেনা(২)
ধরবে শশী হয়ে বামন
ষড়্ দর্শনে না পায় দরশন
কে জানে কালী কেমন(২)

“রামপ্রসাদী গান”

প্রসাদী সুর-তাল একতালা

(কন্ঠ-মনোময় ভট্টাচার্য্য)

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *