কী ব্যথা আছে
Ki Betha Aache
অ্যালবাম: সুরধ্বনি (২০১৪)
গীতিকার: দেবপ্রসাদ চক্রবর্তী
সুরকার: আনন্দঘন (লতা মঙ্গেশকর)
শিল্পী: লতা মঙ্গেশকর
[কী ব্যথা আছে একা মনে]-২
হয়ত সে কথা মনই জানে
কী ব্যথা আছে একা মনে?
হয়ত সে কথা মনই জানে
যে চাওয়া হলো না পাওয়া
কাঁদে কেন অভিমানে?
হয়ত সে কথা মনই জানে।
[ভিড়ে মিশেও আমি একা
কবে হবে সে দেখা]-২
স্বপ্ন ভাঙা চোখে শুধু
এই জীবনের খুঁজি মানে
কী ব্যথা আছে একা মনে?
হয়ত সে কথা মনই জানে।
[ভাঙে যে কূল ভাঙে মনও
ভাঙেনা ভুল কখনো]-২
যে আমাকে দূরে রাখে
সেই তো আবার কাছে টানে
কী ব্যথা আছে একা মনে?
হয়ত সে কথা মনই জানে।
যে চাওয়া হলো না পাওয়া
কাঁদে কেন অভিমানে?
[হয়ত সে কথা মনই জানে]-২