হাওয়াতে আতর ঢেলে – Hawate Ator Dhele (গানের কথা)

 হাওয়াতে আতর ঢেলে

Hawate Ator Dhele
অ্যালবাম: একাই চলেছি (১৯৯৬)
সুর: তপন ভট্টাচার্য
কণ্ঠ: কুমার শানু
[হাওয়াতে আতর ঢেলে,
সাগরের ঢেউ তুলে
জোছনা ছড়িয়ে ফুলে
তুমি কি এলে,তুমি কি এলে
ও তুমি কি এলে?]-২
[পাখিরা গান গায় তাদেরই ভাষায়
সেই সুরে এই মন খুশি খুঁজে পায়]-২
লতায় পাতায় দুলে
গানে গানে তারা বলে
তুমি কি এলে,তুমি কি এলে
ও তুমি কি এলে?
তুমি এলে সাজবে এখন
দোলনচাঁপার ফুলবন
মন কোনো বাধা মানেনা
হারাবে যে আজ দুটি মন
[এই প্রাণে দোলা দেয় আশায় আশায়
দখিনা বাতাস এসে ছোঁয়া দিয়ে যায়]-২
কাজল ছায়ার কোলে
আলোর দীপালি জ্বেলে
তুমি কি এলে,তুমি কি এলে
ও তুমি কি এলে?
হাওয়াতে আতর ঢেলে,
সাগরের ঢেউ তুলে
জোছনা ছড়িয়ে ফুলে
তুমি কি এলে,তুমি কি এলে
ও তুমি কি এলে?
[তুমি কি এলে,ও তুমি কি এলে?]-৩

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *