ফেলে আসা পথে চায় ফিরে যেতে – Fele Asha Pothe Chay Fire Jete

 ফেলে আসা পথে চায় ফিরে যেতে

Fele Asha Pothe Chay Fire Jete
কথা: ঋতুপর্ণ ঘোষ
সুর: অঞ্জন চ্যাটার্জী
শিল্পী: কুমার শানু
[ফেলে আসা পথে চায় ফিরে যেতে]-২
এ মন বোঝে না আর ফেরা যাবে না
চলে গেছে বেলা সেই ছেলেবেলা
পাওয়া যাবে না,আর ফেরা যাবে না
ফেলে আসা পথে।
[কিভাবে বোঝাবো এই মনকে আমি,
সময়ের গতি মানে শুধু আগামী]-২
মিছেই সে খোঁজে ছেলেবেলাকে,
ফিরে কখনো পাবে না।
[চলে গেছে বেলা সেই ছেলেবেলা]-২
পাওয়া যাবে না,আর ফেরা যাবে না
ফেলে আসা পথে।
[ছেলেবেলা যদি কোনো সকাল হত,
এ জীবনে বারে বারে দেখা যে দিত]-২
হারানো সে দিনের ধুলো খেলাকে
সময় ফিরেয়ে দেবে না
[চলে গেছে বেলা সেই ছেলেবেলা]-২
পাওয়া যাবে না,আর ফেরা যাবে না
[ফেলে আসা পথে চায় ফিরে যেতে]-২
এ মন বোঝে না আর ফেরা যাবে না।

Share on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *