যখন তুমি ছিলে | Jokhon Tume Chile | Key Lyrics

Song: Jokhon Tume Chile ||  যখন তুমি ছিলে
Singer: Sampa Biswas (India) || শম্পা বিশ্বাস (ভারত)
Lyrics: Kamrul Hasan Sohag || কামরুল হাসান সোহাগ





যখন তুমি ছিলে এ জীবনে কত কিছু ছিল আজ তুমি নেই কোন আশা নেই মন টা হয়ে গেছে বিরানভুমি জানিনা কেন যে এমন হল তুমি ছিলে তাই মরুরো মাঝে লতা গুল্ম ছিল পাখিদের গুঞ্জন শুনে শুনে মন রাঙিয়ে তোলা ছিল হয়তোবা তুমিহীন বলে সুরের ঝংকারে দুচোখে মৃদু জল ঝরে এই কি প্রেমের প্রতিদান তুমি ছিলে তাই ভরে যেত মন টক ঝাল মিস্টি ঘ্রানে হাজারো চাওয়া হত যে পুরন লাগতো দোলা প্রানে হয়তোবা তুমিহীন বলে সুরের ঝংকারে দুচোখে মৃদু জল ঝরে এই কি প্রেমের প্রতিদান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *